আগরতলা, 18 ডিসেম্বর: বছর পড়তেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Election 2023) ৷ কোনওরকম হিংসা ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তেকে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ৷
রাজ্যের ভোটের প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশন 14 ডিসেম্বর সুকুমার সেন হলে ইতিমধ্যেই পর্যালোচনা বৈঠক করেছে ৷ জাতীয় নির্বাচন কমিশনার অরুণ গোয়েল, সিনিয়র ডেপুটি প্রধান নির্বাচন কমিশনার, নীতেশ ব্যাস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই সম্মেলনের সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন কমিশনার প্রধান রাজীব কুমার ৷ এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তে, অ্যাডিশনাল মুখ্য নির্বাচনী আধিকারিক উষা জেন মগ এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায় ৷
আরও পড়ুন :ত্রিপুরায় কংগ্রেসে ছেড়ে তৃণমূলে যোগদান একশোরও বেশি কংগ্রেস সমর্থক পরিবারের