পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPIM Delegation Meets Tripura CM: ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানাতে মানিক সাহার দরবারে সিপিএম - অভিযোগ জানাতে মানিক সাহার দরবারে সিপিএম

সোমবার সিপিএমের এক প্রতিনিধি দল দেখা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে ৷ ওই দলের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ জানান ৷ দ্রুত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানান তাঁরা ৷

CPIM Delegation Meets Tripura CM
CPIM Delegation Meets Tripura CM

By

Published : Apr 10, 2023, 8:18 PM IST

আগরতলা (ত্রিপুরা), 10 এপ্রিল: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করল সিপিএমের এক প্রতিনিধি দল ৷ সোমবার তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ৷ সিপিএমের তরফে মানিক সাহার কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ৷ সেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনার খতিয়ান তুলে ধরা হয়েছে ৷ পাশাপাশি সিপিএম কর্মীদের উপর আক্রমণ বন্ধে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে ৷

এদিন সিপিএমের যে প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেই দলে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিএমের রাজ্য সম্পাদক ও বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য কমিটির সদস্য পবিত্র কর, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর ও প্রাক্তন মন্ত্রী মানিক দে ৷ সাক্ষাতের পর মানিক সরকার অভিযোগ করেন, তাঁদের দলের কর্মীদের উপর এখনও আক্রমণ করা হচ্ছে বিজেপির তরফে ৷

তিনি বলেন, ‘‘তারা শুধু আমাদের কর্মীদের উপর নয়, জীবিকার উপরও হামলা চালাচ্ছে । এসব লাগাতার হামলার কারণে হাজার হাজার পরিবার আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে । আমরা মুখ্যমন্ত্রীকে এই ধরনের হামলা বন্ধ করার জন্য সাংগঠনিক ও প্রশাসনিকভাবে দ্রুত পদক্ষেপ করার জন্য অনুরোধ করেছি ৷ কারণ, শেষ পর্যন্ত এই ধরনের ঘটনা রাজ্যের শান্তিকে প্রভাবিত করছে ।’’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে স্মারকলিপি তুলে দিচ্ছেন সিপিএমের প্রতিনিধিরা

সিপিএমের দাবি, এখনও পর্যন্ত 1999টি ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে ৷ এই নিয়ে ত্রিপুরার রাজ্যপালের কাছে গিয়েছিল কংগ্রেস ও সিপিএমের যৌথ প্রতিনিধি দল ৷ ওই প্রতিনিধি দল ত্রিপুরার রাজ্যপালকে পুরো পরিস্থিতির কথা জানিয়েছে ৷ পাশাপাশি 2018 সালের ভোটের সময়ও কী পরিস্থিতি হয়েছিল, সেটাও উল্লেখ করা হয়েছে ৷ মানিক সরকারের দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের জানিয়েছেন যে কোনওরকম গোলমাল না করার জন্য তিনি তাঁর দলের কর্মীদের ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন মানিক সাহা ৷

সিপিএমের তরফে এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি কমিশন গড়ার আর্জি জানানো হয় ৷ পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি জানানো হয়েছে ৷

আরও পড়ুন:ত্রিপুরা বাঁশ থেকে তৈরি করবে গ্রিন হাইড্রোজেন, জি20 কনক্লেভের অনুষ্ঠানে জানালেন মানিক

ABOUT THE AUTHOR

...view details