আগরতলা (ত্রিপুরা), 10 এপ্রিল: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করল সিপিএমের এক প্রতিনিধি দল ৷ সোমবার তারা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ৷ সিপিএমের তরফে মানিক সাহার কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে ৷ সেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনার খতিয়ান তুলে ধরা হয়েছে ৷ পাশাপাশি সিপিএম কর্মীদের উপর আক্রমণ বন্ধে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে ৷
এদিন সিপিএমের যে প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মানিক সাহার সঙ্গে দেখা করতে গিয়েছিল, সেই দলে ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিটব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিএমের রাজ্য সম্পাদক ও বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য কমিটির সদস্য পবিত্র কর, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর ও প্রাক্তন মন্ত্রী মানিক দে ৷ সাক্ষাতের পর মানিক সরকার অভিযোগ করেন, তাঁদের দলের কর্মীদের উপর এখনও আক্রমণ করা হচ্ছে বিজেপির তরফে ৷
তিনি বলেন, ‘‘তারা শুধু আমাদের কর্মীদের উপর নয়, জীবিকার উপরও হামলা চালাচ্ছে । এসব লাগাতার হামলার কারণে হাজার হাজার পরিবার আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছে । আমরা মুখ্যমন্ত্রীকে এই ধরনের হামলা বন্ধ করার জন্য সাংগঠনিক ও প্রশাসনিকভাবে দ্রুত পদক্ষেপ করার জন্য অনুরোধ করেছি ৷ কারণ, শেষ পর্যন্ত এই ধরনের ঘটনা রাজ্যের শান্তিকে প্রভাবিত করছে ।’’