আগরতলা, 2 মার্চ: ত্রি-স্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে ভোটগণনা শুরু হয়েছে ত্রিপুরায় ৷ এরইমধ্যে সকাল সকাল ত্রিপুরায় মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ নিতে পুজো দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র ৷ এই ছবি পোস্ট করে তিনি লেখেন, "আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ৷ তার আগে মা ত্রিপুরা সুন্দরীর আর্শীবাদ নিলাম ৷"
60টি বিধানসভা আসনের ভোটগণনা হচ্ছে 21টি কেন্দ্রে ৷ প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে গণনা পর্যবেক্ষক (Counting Observer) নিয়োগ করেছে নির্বাচন কমিশন ৷ এই পর্যবেক্ষকেরা অন্য রাজ্য থেকে আসা আইএএস আধিকারিক বলে জানা গিয়েছে ৷ মুখ্যমন্ত্রী মানিক সাহা এবার বরদোওয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী ৷ তাঁর বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের আশিসকুমার সাহা এবং তৃণমূল কংগ্রেসের অনন্ত বন্দ্যোপাধ্যায় ৷
2018 সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বামফ্রন্ট শাসনের অবসান হয় ৷ রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ পরে অবশ্য মুখ্যমন্ত্রিত্বের বদল হয় । দায়িত্ব নেন ডাঃ মানিক সাহা ৷ 60টি বিধানসভা আসনের আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে লড়ছে- বিজেপি, সিপিএম, কংগ্রেস, তিপরা মোথা ও তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল এর আগে পৌরসভা ভোটে অংশ নিলেও এই প্রথমবার বিধানসভা নির্বাচনের যুদ্ধে নেমেছে ৷