নয়াদিল্লি, 18 জানুয়ারি: উত্তর-পূর্বের পাঁচটি রাজ্য- মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম আর ত্রিপুরায় নির্বাচন এবছর ৷ ফেব্রুয়ারি-মার্চে নির্বাচন মেঘালয়, নাগাল্যান্ড, ও ত্রিপুরায় ৷ বর্তমানে ত্রিপুরার মসনদে বিজেপি ৷ তবে 2023 সালেও কি ত্রিপুরা গেরুয়া শিবিরের দখলেই থাকবে ? এনিয়ে উত্তর-পূর্বের বিজেপি নেতাদের মধ্যে কোনও দ্বিধা নেই ৷ ত্রিপুরায় আবারও উড়বে গেরুয়া পতাকা, আত্মবিশ্বাসী বিজেপির শীর্ষনেতৃত্ব ৷
এদিকে ইতিমধ্যে সে রাজ্যে নিজেদের অস্তিত্ব কায়েম করতে বিজেপির বিরুদ্ধে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরা নির্বাচনের তোড়জোড় তুঙ্গে ৷ গত বছরের ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রবীণ নেতা-সদস্য পীযূষকান্তি বিশ্বাস (Pijush Kanti Biswas) ঘাসফুলে যোগ দিয়েছেন ৷ তিনি এখন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সভাপতি ৷ এছাড়া নির্বাচনের দায়িত্বে আছেন সাংসদ সুস্মিতা দেব, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও অন্যরা ৷
আরও পড়ুন: মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ত্রিপুরা কংগ্রেসের প্রাক্তন সভাপতি
এপ্রসঙ্গে ত্রিপুরায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য (Rajib Bhattacharjee) ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমরা ত্রিপুরায় ক্ষমতায় ফিরব, এটা নিশ্চিত ৷ অতীতে আমাদের যথেষ্ট ভালো রেকর্ড আছে ৷ আমি বিশ্বাস করি, ত্রিপুরার মানুষ ফের আমাদের হাতে সরকার চালানোর দায়িত্ব সঁপে দেবে ৷" পদ্মফুল কি জোট বাঁধবে ? এ নিয়ে নেতা জানালেন, সিপিএম অথবা কংগ্রেসকে জোটসঙ্গী করলে তাতে কোনও কাজ হবে না ৷ তাঁর দাবি, বামপন্থী দল এবং কংগ্রেসের শাসনকালে দলের নেতারা রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ৷ তাই মানুষ এ বিষয়ে সচেতন ৷ বর্তমান সরকারের নীতিগুলি মানুষের পক্ষে, আত্মবিশ্বাসী বিজেপি শীর্ষ নেতা ৷
ত্রিপুরা বিধানসভায় 60টি আসন ৷ এর মধ্যে 20টি আদিবাসী সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ৷ 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 36 টি আসনে জয় লাভ করে ৷ 'ইন্ডিজেনিয়াস পিপলস' ফ্রন্ট অফ ত্রিপুরা' (Indigenous People's Front of Tripura, IPFT) 8টি এবং সিপিএম 16টি আসন দখল করে ৷
মেঘালয় বিধানসভা নির্বাচন 2023 (Meghalaya Assembly Election 2023)