আগরতলা (ত্রিপুরা), 25 এপ্রিল: নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা-বিশ্বমোহন গ্রুপ ত্রিপুরার ধলাই জেলা থেকে 12 জন নতুন ক্যাডার নিয়োগ করেছে । এই সংগঠনকে আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট এবং দ্য প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷
গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে, এই নিষিদ্ধ সংগঠনের নেতার সংখ্যা এখন প্রায় 30 ৷ ওই নেতারা সকলেই এখন বাংলাদেশে রয়েছে ৷ তবে ত্রিপুরার অন্দরে তাদের রিক্রুটার রয়ে গিয়েছে ৷ তারাই স্থানীয় যুবকদের মগজধোলাই করে সন্ত্রাসবাদের পথে চালিত করছে ৷ সেই ভাবেই ধলাই জেলার 12 জনকে তারা দলে টেনে নিয়েছে ৷
ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার আরও আকটি সংগঠন রয়েছে ৷ যা এনএলএফটি (পিডি) নামে পরিচিত ৷ সেই সংগঠনের অবস্থা এখন বেহাল বলেই গোয়েন্দারা জানিয়েছেন ৷ ফলে সেখানে নতুন করে জঙ্গি কার্যকলাপের জন্য আর কাউকে নিয়োগ করা হয়নি বলেই গোয়েন্দাদের অনুমান ৷ তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷