আগরতলা, 4 জানুয়ারি: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের পৈতৃক বাড়িতে হামলা চালাল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা (Attack on Ancestral House of former Tripura CM Biplab Kumar Dev) ৷ মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরে ৷ অভিযোগ উঠেছে হামলাকারীরা সেখানে ভাঙচুর চালায় ও আগুন ধরিয়ে দেয় ৷ এমনকী বাড়ির বাইরে রাখা পুরোহিতের গাড়িতেও ভাঙচুর করা হয়েছে ৷ জানা গিয়েছে এই হামলার ঘটনা তখন ঘটে, যখন কয়েকজন পুরোহিত উদয়পুরের জামজুড়ি এলাকার রাজনগরে বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে ছিলেন ৷
জানা গিয়েছে, ওই পুরোহিতরা বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে তাঁর বাবার বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে একটি যজ্ঞ করার জন্য গিয়েছিলেন ৷ সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী, দুষ্কৃতীরা সেখানে উপস্থিত পুরোহিতদের উপর হামলা চালায় এবং তাঁদের মারধরের পাশাপাশি গাড়িও ভাঙচুর করে ৷ আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ঘরে ৷ পুরোহিতদের উপর হামলার ঘটনা নজরে আসতেই স্থানীয়রা সেখানে ছুটে যায় এবং তাঁদের রক্ষা করেন ৷ তবে দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি । তারা সেখান থেকে পালিয়ে যায় । অভিযুক্তদের প্রথমে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেের পুলিশ ।
এই ঘটনায় আক্রান্ত কৌশিক নামে এক পুরোহিত বলেন, "আমি মা ত্রিপুরা সুন্দরী মন্দিরে দর্শন করতে এসেছিলাম ৷ এর পর আমি আমার গুরুদেবের নির্দেশে এখানে এসেছিলাম বুধবার অনুষ্ঠিত যজ্ঞের প্রস্তুতি দেখতে ৷ হঠাৎই একটা ভিড় আসে এবং আমাদের উপর হামলা চালায় ৷ তাঁরা আমার গাড়ি ভাঙচুর করেছে ৷ আমি চিৎকার করতেই ওরা পালিয়ে যায় ৷ ওরা সিপিএম ছাড়া আর কেউ নয় স্লোগান দিচ্ছিল ৷"