পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee : ত্রিপুরায় অভিষেক, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ার ডাক - Abhishek Banerjee

দেবাংশু, জয়াদের উপর যে হামলা হয়েছে, তার প্রতিবাদে আজ ত্রিপুরা পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলা 11 টা নাগাদ আগরতলা বিমানবন্দরে পৌঁছান অভিষেক ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Aug 8, 2021, 10:39 AM IST

Updated : Aug 8, 2021, 11:46 AM IST

কলকাতা ও আগরতলা, 8 অগস্ট : শনিবারই ত্রিপুরায় গিয়ে একদল দুষ্কৃতীর আক্রমণের মুখে পড়েছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্তরা ৷ গাড়ি লক্ষ্য করে বড় বড় ইট, পাথর ছোড়া হয়েছিল ৷ রক্তও ঝড়েছে তৃণমূল যুব নেতাদের ৷ অভিযোগ, বিপ্লব দেবের সরকারের আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে ৷ ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল নেতৃত্ব ৷ সরগরম রাজ্য রাজনীতি ৷ আর এরই মধ্যে গতকালের হামলার প্রতিবাদে আজ ত্রিপুরা পৌঁছালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আজ বেলা 11 টা নাগাদ আগরতলা পৌঁছান তিনি ৷

অভিষেক টুইটে কার্যত চ্যালেঞ্জের সুরে নিশানায় নিয়েছেন ত্রিপুরার বিজেপিকে ৷ লিখেছেন, "যে দলীয় কর্মীদের উপর আজ নৃশংসভাবে হামলা করা হয়েছে, তাঁদের পাশে দাঁড়াতে রবিবার আমি ত্রিপুরা আসছি ৷ আমি প্রতিজ্ঞা করছি, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাব ৷ ক্ষমতা থাকলে আটকে দেখান ৷"

উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও ব্রাত্য বসু, কুণাল ঘোষ এবং দোলা সেনও আজ সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দিয়েছেন ৷ আজ বিকেল চারটের সময় আগরতলার এক হোটেলে সাংবাদিক বৈঠক করবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ৷

এদিকে আজ সকালে ত্রিপুরা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে ব্রাত্য বসু বলেন, "আমার মনে হচ্ছে যে ত্রিপুরায় গণতন্ত্র বলে আর কিছু নেই । বিরোধী কণ্ঠস্বর বলে আর কিছু নেই । এভাবে বিরোধীদের উপর, তৃণমূল কংগ্রেসের উপর যেভাবে জুলুমবাজি করা হচ্ছে, ত্রিপুরা রাজ্য বিজেপি ভয় পাচ্ছে । আমরা গণ আন্দোলনের লোক । আমাদের এভাবে গাড়ি ভাঙচুর করে আটকানো যাবে না ।"

একই সুর ছিল কুণাল ঘোষের গলাতেও ৷ বলেন, "আগলতলা শহর জুড়ে এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমাদের ফ্লেক্স, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে । সবথেকে বড় কথা, যেসব হোটেলে আমরা গিয়ে থাকি, বা আমাদের কর্মীরা বৈঠক করেন, সেইসব জায়গায় গিয়ে বিজেপির গুন্ডারা হুমকি দিয়েছে । পশ্চিমবঙ্গেও ভোটের সময় বাইরে থেকে এসে হোটেল বুক করে থেকেছে, বৈঠক করেছে... কিন্তু কারও উপর হামলা হয়েছে, একথা কেউ বলতে পারবে না ।"

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূল সুপ্রিমো বাড়তি নজর দিচ্ছেন ত্রিপুরার দিকে ৷ বাংলাভাষী এই রাজ্যটিতে নিজেদের সংগঠন আরও জোরদার করতে উঠে পড়ে লেগেছে জোড়াফুল শিবির ৷ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গিয়েছিলেন ৷ সেই সময়েও তাঁর কনভয়ে হামলার অভিযোগ ওঠে ৷ সেই সময়েও অভিযোগ ছিল বিজেপির দিকে ৷ এরপর গতকাল দেবাংশু, জয়াদের গাড়ির উপর হামলা ৷ এর পাশাপাশি তৃণমূলের 11 জন নেতাকে ত্রিপুরায় বিপর্যয় মোকাবিলা আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে ৷ সবমিলিয়ে আজ বিকেলে বিপ্লব দেবে ত্রিপুরায় অভিষেকের সাংবাদিক বৈঠক যে আরও বেশি ঝাঁঝালো হতে চলেছে, তা বলাই যায় ৷

Last Updated : Aug 8, 2021, 11:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details