দমদম, 10 ফেব্রুয়ারি: বাংলা পথ দেখাচ্ছে ৷ আর তাকে অনুসরণ করছে দেশের বাকি অংশ ৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) প্রচারে আগরতলা রওনা হওয়ার সময় এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee News)৷ প্রতিবেশী রাজ্যের নির্বাচনী ইস্তাহারে বিজেপি বাংলার প্রকল্পগুলিকেই আনার প্রতিশ্রুতি দিয়েছে বলে কটাক্ষ করেন তিনি ৷ তাঁর দাবি, বামেদের শাসনকালের থেকেও ত্রিপুরায় (Abhishek Slams Left and Right) বেশি ক্ষতি হয়েছে গত পাঁচ বছরে বিজেপির আমলে ৷
বিজেপির নির্বাচনী ইস্তাহার নিয়ে কটাক্ষ: শুক্রবার নির্বাচনী প্রচারে ত্রিপুরা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিমান ধরার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একহাত নেন বিজেপিকে ৷ উল্লেখ্য, গতকালই ত্রিপুরায় বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সেই সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভান্ডারের মতোই বাংলার বেশ কিছু প্রকল্পের ছায়া দেখা গিয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷
সে প্রসঙ্গে অভিষেকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিজেপির সংকল্প পত্র নিয়ে বারেবারেই বলেছি । লক্ষীর ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী এই সব প্রকল্প বাংলায় বাস্তবায়িত হয়েছে । কর্ণাটকে কংগ্রেসের ইস্তাহারেও দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের কথা । আজ প্রকৃতই বাংলা পথ দেখাচ্ছে ৷ আর দেশের বাকি অংশ বাংলাকে অনুসরণ করছে ৷ ওরা শুধু বলে । আমরা করে দেখাই। বাংলার এই সব প্রকল্প নিয়ে সবাই বলছে, এটাই তো ভালো খবর । শুধু কাগজে কলমে সীমাবদ্ধ রেখে লাভ নেই । নিজেরা ক্ষমতায় আছে এমন রাজ্যে আগে প্রকল্পগুলি বাস্তবায়িত করে দেখাক ৷"