আগরতলা, 16 ডিসেম্বর:ত্রিপুরায় (Tripura News) ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সাতজন বাংলাদেশিকে (Bangladeshis Arrested in Tripura) গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের আটক করা হয় ৷
সূত্রের মারফৎ জানা গিয়েছে, ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী গ্রাম কালামচৌড়া থেকে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে । বিএসএফ-এর 150 ব্যাটালিয়ন সাত বাংলাদেশি নাগরিক এবং ভারতের বাসিন্দা একজন চালককে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, ধৃতরা মই ব্যবহার করে সীমান্ত পার হচ্ছিলেন । পরে বিএসএফ তাঁদের কালামচৌড়া থানায় নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁদের শারীরিক পরীক্ষা করার জন্য বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।