আগরতলা (ত্রিপুরা), 1 মার্চ: আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হবে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগণনা (Tripura Assembly Election Results 2023) ৷ তার আগে বুধবার ত্রিপুরা পুলিশ (Tripura Police) উদ্ধার করল প্রায় তিন কোটি টাকার গাঁজা ৷ উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের ধলাই জেলার গান্দাচেরা এলাকার গঙ্গানগর থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়েছে বলে খবর ৷
পুলিশ কর্মীরা জানিয়েছেন যে গোপন তথ্যের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা রাজ্য রাইফেলসের (Tripura State Rifles) জওয়ানরা একটি ছোট গাড়ি এবং অন্য একটি ট্রাককে আটক করেছিল ৷ সেই গাড়িগুলি থেকেই গাঁজা উদ্ধার হয় ৷ ওই গাঁজা অসমে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে ৷
পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘এই দুটি গাড়ি অবৈধ নিষিদ্ধ সামগ্রী বহন করছিল ৷ যার পরিমাণও অনেক ছিল । সুতরাং আমরা যখন তথ্য পেয়েছি, তখন আমরা নাকা পয়েন্ট স্থাপন করি এবং যানবাহন পরীক্ষা করা শুরু করি । ওই গাড়ি দু’টি সেখানে এলে আমরা আটক করি সে দু’টিকে ৷’’ তার গাড়ি দু’টিতে তল্লাশি হয় ৷ আর তল্লাশিতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয় বলে জানা গিয়েছে ৷
তিনি আরও জানান, ওই দু’টির মধ্যে ছোট গাড়ি থেকে 76 প্যাকেট গাঁজা উদ্ধার হয় ৷ যার ওজন প্রায় 105 কেজি ৷ আর ট্রাক থেকে উদ্ধার হয় 1097 কেজি গাঁজা ৷ সব মিলিয়ে উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য তিন কোটি টাকা ৷ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ কোথা থেকে ওই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এই চক্রের আন্তর্জাতিক কোনও যোগ রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ৷ পাশাপাশি পুলিশ দেখছে যে অসমের কোথায় এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল ৷ প্রয়োজনে অসম পুলিশের সঙ্গে যোগাযোগ করা হবে বলে ত্রিপুরা পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷
আরও পড়ুন:পুলিশি অভিযানে 80 লাখ টাকার 615 কেজি গাঁজা উদ্ধার , গ্রেফতার 4