পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drugs Recover in Tripura: ত্রিপুরায় 20 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার 2 - brown sugar worth rs 20 lakhs in tripura

ত্রিপুরার সোনামুড়ায় 1 ব্যক্তির বাড়ি থেকে 20 লক্ষ টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করল পুলিশ (2 Arrested With Brown Sugar Worth Rs 2 Lakhs in Tripura) ৷ ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷

2 Arrested With Brown Sugar
2 Arrested With Brown Sugar

By

Published : Dec 12, 2022, 8:16 PM IST

ত্রিপুরায় 20 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার 2

আগরতলা, 12 ডিসেম্বর: ত্রিপুরা রাজ্যে নেশার সাম্রাজ্য থেমে নেই ৷ বাম আমলে যেমন নেশার করিডোরে পরিণত হয়েছিল ত্রিপুরা ৷ ঠিক তেমনি নেশা মুক্ত ত্রিপুরা গড়তে বিজেপি-আইপিএফটি জোট সরকার ব্যর্থ হয়েছে ৷ এদিন ত্রিপুরার সোনামুড়ায় ইদ্রিস নামে এক ব্যক্তির বাড়ি থেকে 20 লক্ষ টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ (2 Arrested With Brown Sugar Worth Rs 2 Lakhs in Tripura) ৷ যার বাজারমূল্য প্রায় 20 লক্ষ টাকা ৷

ত্রিপুরায় বিজেপি সরকারে আসার পর, নেশা মুক্ত রাজ্য তৈরি করার জন্য পদক্ষেপ নিয়েছিল ৷ তবে, তা সত্ত্বেও নেশা মুক্ত ত্রিপুরা গড়তে সেভাবে সফল হতে পারেনি ত্রিপুরার বিজেপি সরকার ৷ তাই ত্রিপুরার প্রতিটি আন্তর্জাতিক সীমান্ত এলাকা নেশা সাম্রাজ্যের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে ৷ বিশেষ করে সীমান্তরক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই পাচার কাজ চালিয়ে যাচ্ছে সীমান্ত এলাকার পাচারকারীরা ৷ মাঝে মধ্যে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে মাদক উদ্ধার হতেও দেখা যায়।

এমনই এক ঘটনা ঘটে রবিবার গভীর রাতে কুলুবাড়ী গ্রাম, ত্রিপুরার সিপাহীজলা জেলাতে ৷ কুলুবাড়ী গ্রাম আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবস্থিত। গোপন সূত্রে খবর পেয়ে, সোনামুড়া পুলিশ রাত আনুমানিক 9টার সময় কুলুবাড়ী এলাকায় অভিযান চালায় ৷ কুলুবাড়ী এলাকায় ইদ্রিস নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 20 লক্ষ টাকার ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ এদিন 20টি ব্রাউন সুগারের ছোট বাক্স উদ্ধার করেন পুলিশ আধিকারিকরা ৷ ব্রাউন সুগার পাচারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে ৷

আরও পড়ুন:পরিবারের 3 সদস্য ও প্রতিবেশীকে কুপিয়ে খুন করল কিশোর

ধৃতদের মধ্যে একজনের নাম রুবেল হোসেন (28) ৷ তাঁর বাড়ি কুলুবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ অপর জনের নাম নুরুল আমিন (38) ৷ তাঁর বাড়ি বেজিমারা গ্রাম পঞ্চায়েতে এলাকায় ৷ পুলিশ জানায়, যেহেতু ওই বিপুল পরিমাণ মাদক ইদ্রিসের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৷ তাই তাঁর বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ৷ রুবেল হোসেন ও নুরুল আমিন ছাড়াও আরও অনেকে এই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে ৷ এছাড়াও মেলাঘর থানা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে, 72টি ইয়াবা ট্যাবলেট ও 120 প্যাকেট ব্রাউন সুগার এবং 11 হাজার 140 টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details