পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু যুবকের

নদিয়ার নাকাশিপাড়ার মুণ্ডমালা গ্রামের ঘটনা ৷ কবাডি খেলার দেখতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল যুবকের ৷ নাম টিঙ্কু শেখ ৷

ছবি

By

Published : Oct 31, 2019, 1:18 PM IST

নাকাশিপাড়া, 31 অক্টোবর : কবাডি খেলা দেখতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল যুবকের ৷ মৃতের নাম টিঙ্কু শেখ ৷ নদিয়ার নাকাশিপাড়ার মুণ্ডমালা গ্রামের ঘটনা৷

গতরাতে কবাডি খেলা চলছিল মুণ্ডমালা গ্রামে ৷ সেখানেই বসেছিল টিঙ্কু ৷ হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে টিঙ্কুকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সেখানেই লুটিয়ে পড়ে টিঙ্কু ৷ ততক্ষণে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ৷ তড়িঘড়ি নাকাশিপাড়া ব্লক হাসাপাতালে ভরতি করা হয় তাকে ৷ অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানেই চিকিৎসকরা টিঙ্কুকে মৃত বলে ঘোষণা করে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

দেখুন ভিডিয়ো

তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ৷ কী কারণে এই হত্যা ? কে বা কারা জড়িত এই ঘটনার সঙ্গে ? তদন্তে নেমেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details