কৃষ্ণনগর,১৪ জুন: পুকুর নিয়ে গন্ডগোলের জেরে গুলি করে খুন করা হল যুবককে । মৃত যুবকের নাম পলাশ মন্ডল, বয়স আনুমানিক চল্লিশ বছর । ঘটনাটি ঘটেছে সোমবার সকাল পাঁচটা নাগাদ নদিয়ার কৃষ্ণনগর বৃত্তিহুদা মনীন্দ্র পল্লী এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, এইদিন সকালে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী জোরপূর্বক দরজা ভেঙে ওই যুবকের বাড়িতে ঢুকে তাঁকে মারতে মারতে বাইরে নিয়ে এসে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি আঘাত করে এরপর সরাসরি কানের পাশে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা । পাশাপাশি দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় । ওই যুবক সহ অপর এক প্রতিবেশীর বাড়িতে । সাতসকালেই এই নৃশংস ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বৃত্তিহুদা মনীন্দ্রপল্লী এলাকায় । একটি পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল ওই এলাকায় । তার জেরেই এই নৃশংস খুন বলে দাবি মৃতের পরিবার ও স্থানীয়দের ।