পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কৃষ্ণনগরে এক যুবককে গুলি করে খুন - NADIA

পুকুর নিয়ে গন্ডগোলের জেরে গুলি করে খুন করা হল যুবককে । মৃত যুবকের নাম পলাশ মন্ডল, বয়স আনুমানিক চল্লিশ বছর । ঘটনাটি ঘটেছে সোমবার সকাল পাঁচটা নাগাদ নদিয়ার কৃষ্ণনগর বৃত্তিহুদা মনীন্দ্র পল্লী এলাকায় ।

krishnanagar
কৃষ্ণনগরে এক যুবককে গুলি করে খুন

By

Published : Jun 14, 2021, 12:20 PM IST

Updated : Jun 14, 2021, 8:30 PM IST

কৃষ্ণনগর,১৪ জুন: পুকুর নিয়ে গন্ডগোলের জেরে গুলি করে খুন করা হল যুবককে । মৃত যুবকের নাম পলাশ মন্ডল, বয়স আনুমানিক চল্লিশ বছর । ঘটনাটি ঘটেছে সোমবার সকাল পাঁচটা নাগাদ নদিয়ার কৃষ্ণনগর বৃত্তিহুদা মনীন্দ্র পল্লী এলাকায় ।

স্থানীয় সূত্রে জানা যায়, এইদিন সকালে কয়েকজন সশস্ত্র দুষ্কৃতী জোরপূর্বক দরজা ভেঙে ওই যুবকের বাড়িতে ঢুকে তাঁকে মারতে মারতে বাইরে নিয়ে এসে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি আঘাত করে এরপর সরাসরি কানের পাশে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা । পাশাপাশি দুষ্কৃতীরা ব্যাপক ভাঙচুর চালায় । ওই যুবক সহ অপর এক প্রতিবেশীর বাড়িতে । সাতসকালেই এই নৃশংস ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে বৃত্তিহুদা মনীন্দ্রপল্লী এলাকায় । একটি পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই গন্ডগোল চলছিল ওই এলাকায় । তার জেরেই এই নৃশংস খুন বলে দাবি মৃতের পরিবার ও স্থানীয়দের ।

কৃষ্ণনগরে এক যুবককে গুলি করে খুন

আরও পড়ুন: চাকুলিয়ায় ট্রাক্টর-বাইকের সংঘর্ষে মৃত 2

এছাড়াও দীর্ঘদিন ধরেই ওই এলাকা দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে । স্থানীয়দের পক্ষ থেকে বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি । তার ওপর আজকের এই নৃশংস ঘটনায় কার্যত ধৈর্যের বাঁধ ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের । ফলে এলাকাবাসীরা একত্রিত হয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করে অবিলম্বে কঠোরতম শাস্তির দাবিতে কৃষ্ণনগর রেল স্টেশন সংলগ্ন রেললাইনের উপর বসে বিক্ষোভ দেখাতে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ । সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

Last Updated : Jun 14, 2021, 8:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details