পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবদ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের - নবদ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

টেবল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নবদ্বীপে মৃত্যু হল যুবকের ৷ মৃতের নাম সঞ্জিত পাত্র ৷

died youth
মৃত যুবক

By

Published : Aug 4, 2020, 5:09 PM IST

নবদ্বীপ, 4 অগাস্ট : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের ৷ মৃতের নাম সঞ্জিত পাত্র(23) ৷ নবদ্বীপের মহেশগঞ্জ বাগান পাড়ার ঘটনা ৷

মৃত ওই যুবক মহেশগঞ্জ হাসপাতালের অস্থায়ী গাড়ির চালক ছিলেন ৷ তাঁর সাত মাসের এক সন্তান রয়েছে ৷ বিয়ের পর থেকে বাগান পাড়া এলাকায় শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি ৷ গতকাল সন্ধ্যেবেলা কাজ থেকে ফিরে স্নান করে ঘরে আসে ৷ তারপর টেবল ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি ৷

সঞ্জিতের চিৎকার শুনে ঘরে ছুটে আসে পরিবারের সদস্যরা ৷ তাঁকে উদ্ধার করে মহেশগঞ্জ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ আজ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায় পুলিশ ৷ পাশাপাশি ওই যুবকের মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details