পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Died by Suicide : শ্বশুরবাড়ির চাপ, মানসিক অবসাদে আত্মঘাতী যুবক - youth Suicide in santipur

চার মাস ধরে বাপের বাড়িতে স্ত্রী ৷ যুবকের উপর চাপ শ্বশুরবাড়ি থেকে ৷ মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক ৷ যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের (Youth Died by Suicide) ৷

Youth died by Suicide
শ্বশুরবাড়ির চাপ, মানসিক অবসাদে আত্মঘাতী যুবক

By

Published : Jun 9, 2022, 5:45 PM IST

শান্তিপুর, 9 জুন : প্রতিনিয়ত স্ত্রী'র বাপেরবাড়ি থেকে চাপ ৷ তার উপর চারমাস ধরে স্ত্রী বাপের বাড়িতে ৷ যুবকের বিরুদ্ধে শ্বশুরবাড়ির পক্ষ থেকে একাধিক হুমকি ও থানায় মামলা রুজু ৷ তা সহ্য করতে না পেরেই মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক ৷ বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া বাগদেবীতলা এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে (Youth Died by Suicide)৷ মৃতের নাম সুব্রত বিশ্বাস (26) ৷

যুবকের পরিবার সূত্রে খবর, গত চার মাস আগে ওই যুবককের স্ত্রী সাংসারিক অশান্তির কারণে বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকেন ৷ তারপর থেকেই ওই যুবককে স্ত্রীর বাবার বাড়ির লোকজন প্রতিনিয়ত হুমকি দেয় । সেই সঙ্গে ওই যুবকের মা ও বাবার বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করে স্ত্রী'র বাবার বাড়ির পক্ষ থেকে । যুবকের পরিবারের অভিযোগ, তাদের ছেলের উপর প্রতিনিয়ত মানসিক অত্যাচার করত যুবকের শ্বশুর বাড়ির লোকজন ৷ ফলে যুবক বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন । বৃহস্পতিবার হঠাৎই ঘরের ভেতরে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন । তাঁরাই দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান ।

মৃত্যুর কারণ জানতে পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ ইতিমধ্যেই যুবকের স্ত্রী এবং বাবার বাড়ির লোকজনের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ করেছে মৃত যুবককের পরিবারের সদস্যরা । মৃতের পরিবারের দাবি স্ত্রী ও বাবার বাড়ির লোকজন যদি প্রতিনিয়ত ওই যুবকের উপর মানসিক অত্যাচার না-করত তাহলে ওই যুবক এইভাবে আত্মহত্যা করত না।

আরও পড়ুন : Died by Suicide After Facebook Live : নদিয়ায় ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক

ABOUT THE AUTHOR

...view details