তেহট্ট, 4 জুলাই: ছেলে সিপিআইএম প্রার্থী ৷ কিন্তু, বাড়িতে কেউ জানেন না ৷ তবে, পাড়ার ও আশেপাশের এলাকায় ছেলের প্রচারে দেওয়াল লিখন ও ব্যানার পড়েছে ৷ সোশাল মিডিয়ায় চলছে প্রচার ৷ সেই সব দেখে মাথায় হাত পরিবারের ৷ কথা হচ্ছে, নদিয়ার তেহট্ট 1 ব্লকের বেতাই 2 গ্রাম পঞ্চায়েতের 177 নম্বর বুথের সিপিআইএম প্রার্থী সৌরনীল সরকারকে নিয়ে ৷ কিন্তু, ছেলে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ায় কীসের এত চিন্তা ? কারণ, প্রতিপক্ষে বেতাই 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা দাপুটে তৃণমূল নেতা সঞ্জিত পোদ্দার ৷ যাঁর বিরুদ্ধে এলাকায় একাধিক অপরাধ ও দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ তাই বাইশ বছরের ছেলেকে চিন্তিত তাঁর বাবা মিল্টন সরকার ৷ আতঙ্কে ঘুম উড়েছে মায়েরও ৷
সৌরনীল জানিয়েছেন, বাবা-মা আগে জানলে তাঁরা ভোটে দাঁড়াতে দিতেন না ৷ তাই কাউকে না জানিয়েই দলের নির্দেশে গোপনে মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ স্ক্রুটিনির শেষে সিপিআইএম-এর প্রতীক পেয়ে যাওয়া পর প্রচারেও নেমে পড়েন সৌরনীল ৷ যখন এলাকায় ছেলের নামে দেওয়াল লিখন ও তাঁর ছবি দেওয়া সিপিআইএম-এর ব্যানার দেখেন মিল্টন সরকার, তখনই সবটা জানতে পারেন ৷ কিন্তু, প্রতিপক্ষ যে বেতাই 2 গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ! অভিযোগ তাঁর সুনামের থেকে দুর্নাম বেশি ৷ তাই সৌরনীলের সিদ্ধান্তে চিন্তিত পরিবার ৷