নদিয়া, 23 এপ্রিল: ধারাল অস্ত্রের কোপ বছর ত্রিশের এক যুবককে ৷ শুক্রবার রাতে নদিয়ার শক্তিনগর এলাকায় ঘটনাটি ঘটে ৷ আহত সিরাজ বিশ্বাস শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন (youth attack in nadia) ৷
সূত্রের খবর, নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত মহেশপুর এলাকার শিমুলিয়ার বাসিন্দা সিরাজ বিশ্বাসের উপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ শ্যামল ঘোষ নামে এক ব্যক্তির । শুক্রবার কাজ সেরে বাড়ি ফেরার পথে সিরাজের উপর প্রাণঘাতী হামলা চালায় শ্যামল ঘোষ ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারে সদস্যরা স্থানীয় শক্তিনগর হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷