কৃষ্ণনগর, 15 জুলাই : অ্যাসিড হামলার শিকার যুবতী ৷ বঙ্গে তথা ভারতে এটি নতুন কোনও ঘটনা নয় ৷ এই অ্যাসিড হামলা রুখতে সরকারের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ খোলা বাজারে অ্যাডিস বিক্রি করার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে ৷ কিন্তু এত কিছুর পরও কি বন্ধ হয়েছে অ্যাসিড হামলা ? প্রশ্নটা থাকছেই ৷
গতকাল রাতে এমনই একটি বীভৎস ঘটনার সাক্ষী থাকল নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত ঘূর্ণি এলাকা ৷ অ্যাসিড হামলার শিকার হলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী ৷ তাও আবার প্রকাশ্যেই ৷ ঘটনার আকস্মিকতায় হতবাক সেখানে থাকা কয়েকজন যুবকও ৷ শরীরের মধ্যে অ্যাসিড পড়ে আহত তাঁরাও ৷
মানব সভ্যতার একটি অন্যতম আবিষ্কার অ্যাসিড ৷ তবে এটি শাঁকের করাতের মতো ৷ অর্থাৎ অ্যাডিস যতক্ষণ ভাল কাজে ব্যবহার করা হয়, ততক্ষণ এটি আশীর্বাদ ৷ কিন্তু এই অ্যাসিডই যখন কোনও মানুষের ক্ষতির জন্য ব্যবহার করা হয়, তখন এর থেকে বড় অভিশাপ আর কিছু হয় না ৷
গতকাল ঘূর্ণি এলাকার বাসিন্দা দীপিকা রায় (নাম পরিবর্তিত) নামের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন ৷ পথে ওই এলাকারই বাসিন্দা অচিন্ত্য শিকারি নামে এক যুবক তাঁকে তাড়া করে ৷ আতঙ্কিত দীপিকা দৌড়ে গিয়ে স্থানীয় একটি ক্লাবে ঢুকে পড়ে ৷ সেইসময় ক্লাব ঘরে কয়েক জন যুবক তাস খেলছিলেন ৷ তাঁদের মাঝেই দীপিকার মুখে অ্যাসিড ঢেলে দেয় ওই যুবক ৷ ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন ক্লাবে থাকা যুবকেরা ৷ অ্যাসিডের ফোঁটায় আহত হন তাঁরাও ৷ কিছু বুঝে ওঠার আগেই এলাকা ছাড়ে ওই অভিযুক্ত যুবক ৷
আরও পড়ুন : মুকুলের বিধায়ক পদ খারিজে অধ্যক্ষের সামনে আটঘাট বেঁধেই নামছেন শুভেন্দু
স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান । শারীরিক অবস্থার অবনতি হলে দীপিকাকে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তরিত করা হয় । ঘটনায় আহত বাকি যুবকেরা বর্তমানে শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক অচিন্ত্য শিকারি । ঘটনার তদন্ত করছে কোতোয়ালি থানার পুলিশ ৷