পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Died by Suicide in Santipur : আইপিএলে জুয়ার নেশা প্রাণ কাড়ল শান্তিপুরের যুবকের - IPL 2022

আইপিএলে বাজি ধরে সর্বস্বান্ত হয়ে আত্মঘাতী হল এক যুবক (Young man died by suicide in Nadia's Santipur) ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ৷ আত্মঘাতী যুবকের নাম সঙ্গম মজুমদার ৷ বয়স 34 বছর ৷

Young man died by Suicide in Nadia's Santipur
Died by Suicide in Santipur

By

Published : May 3, 2022, 7:00 PM IST

শান্তিপুর, 3 মে : জুয়ার নেশা প্রাণঘাতী ৷ আবারও একবার তাতে বুঁদ হয়ে বলি হল এক তরতাজা প্রাণ ৷ ঘটনাটি নদিয়ার শান্তিপুরের ৷ আইপিএলে জুয়া খেলে সর্বস্বান্ত হয়ে অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল যুবক । আত্মঘাতী যুবকের নাম সঙ্গম মজুমদার ৷ বয়স 34 বছর (Young man died by suicide in Nadia's Santipur) ৷

জানা গিয়েছে, শান্তিপুর ফুলিয়া চটকাতলা এলাকার যুবক সঙ্গম মজুমদার একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন । গতকাল রাতে ওই যুবক দোতলার একটি ঘরে বসে টিভিতে আইপিএল খেলা দেখছিলেন ৷ পাশাপাশি পরিবারকে বলে আমার খাবার তৈরি কর । রাত্রি 11:30 নাগাদ ওই যুবকের মা রাতের খাবার দেওয়ার জন্য দোতলায় উঠে সঙ্গমকে ডাকতে গেলে দেখে ঘরের দরজা খোলা । এরপর ভেতরে গিয়ে দেখে সঙ্গম ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে । যুবকের মা চেঁচামেচি করতেই ছুটে আসে পরিবারের অন্যান্য লোকজন ৷ এরপর তড়িঘড়ি সঙ্গমকে উদ্ধার করে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

আইপিএলে জুয়ার নেশা প্রাণ কাড়ল শান্তিপুরের যুবকের

যদিও যুবকের আত্মঘাতীর ঘটনায় পরিবারের কাছ থেকে জানা গিয়েছে সঙ্গম মাঝেমধ্যেই আইপিএল খেলায় বাজি ধরত । এর আগে আইপিএল খেলায় বাজি ধরার কারণে সর্বস্বান্ত হয়েছিল সঙ্গম ৷ গতকাল রাতে আইপিএল (IPL 2022) খেলার শেষে সঙ্গমের আত্মহত্যার ঘটনায় পরিবারের কাছ থেকে সেরকমই ইঙ্গিত খুঁজে পাওয়া গিয়েছে । তবে এই বিষয় নিয়ে পরিবারের সঙ্গে কখনও কোনওদিন আলোচনা করেননি সঙ্গম বলে জানা গিয়েছে (Died by Suicide in Santipur) ।

আইপিএলে বাজি ধরে বার বার সর্বস্বান্ত হওয়ার কারণে যুবকের এই আত্মহত্যার ঘটনা, নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য স্পষ্ট নয় পরিবারের কাছে । যুবকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ।

আরও পড়ুন :Berhampore College Student Murder : মেয়েটাই সুশান্তর জীবনটা নষ্ট করে দিয়েছিল, সুতপা-খুনে সাফাই ধৃতের কাকিমার

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details