ঝাড়খণ্ডের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার নদিয়ায় চাকদা, 26 নভেম্বর: ঝাড়খণ্ডের যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হল নদিয়ায় ৷ রাতের অন্ধকারে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে শনিবার নদিয়ার চাকদা থানার মদনপুরের গাঙ্গুলিপাড়া এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে চাকদা থানার পুলিশ । মৃত যুবকের নাম আকহলাক আলম (35)। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের ডোবো জামশেদপুরে ।
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে হঠাৎ গুলি চালানোর আওয়াজ শুনতে পায় গাঙ্গুলিপাড়া এলাকার মানুষজন ৷ আওয়াজ শুনে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে এলাকাবাসীরা । এরপরেই রাস্তার উপর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা । পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারাই ৷ খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।
পুলিশ জানিয়েছে, রবিবার দেহটি কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হবে । মৃত যুবকের বুকের বাঁদিকে গুলি করা হয়েছে । যার কারণে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তাঁর । এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা । ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ ৷ পাশাপাশি কী কারণে এই খুন এবং এই ঘটনার সঙ্গে কে কে জড়িত আছে, তা জানতে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা ।
এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, "মৃত যুবকের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে । ওই যুবকের খুনের পিছনের কারণ পূর্বে কারও সঙ্গে শত্রুতা কি না, তাও জানার চেষ্টা চলছে । এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না গেলেও দোষীদের চিহ্নিত করার উদ্দেশ্যে তদন্ত নেমেশে পুলিশ ।" ওই এলাকার বাসিন্দা সুদীপ ঘোষ বলেন, "আমরা এসে দেখি রক্তাক্ত অবস্থায় দেহটি পড়ে রয়েছে । তবে ওই যুবককে আমরা চিনতে পারিনি । কিছুক্ষণ আগেই গুলির আওয়াজ শুনতে পেয়েছি । তাঁকে গুলি করে খুন করা হয়েছে কি না, সেটা পুলিশ পরিষ্কার বলতে পারবে ।"
আরও পড়ুন:
- চিৎপুরের পর ময়দান, যুবককে রাস্তায় ফেলে কুপিয়ে খুনের চেষ্টা; চব্বিশ ঘণ্টার মধ্যে ফের হাড়হিম করা ঘটনা শহরে
- স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে খুন, সোনা ও নগদ নিয়ে পালাল দুষ্কৃতীরা
- ভাইফোঁটায় অঘটন! দিদিকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ভাইয়ের