ভীমপুর(নদিয়া), 21 সেপ্টেম্বর : যুবতিকে ধর্ষণের অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে ৷ নদিয়ার ভীমপুর থানা এলাকার ঘটনা ৷ গতকাল থানায় সৎ বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবতি ৷ এরপরই সৎ বাবা ও মা পলাতক ৷
যুবতির অভিযোগ, সৎ বাবা 14 বছর ধরে তার উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে ৷ বাধা দিতে গেলে খুনের হুমকি দিত ৷ বিষয়টি মাকে জানিয়েও কোনও সুরাহা হয়নি ৷ এবিষয়ে মায়েরও মদত রয়েছে ৷