হাসখালি, 25 জানুয়ারি: শনিবার সকালে নদিয়ার হাঁসখালিতে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় । মৃতের নাম সেলিম মণ্ডল (30) । তিনি হাঁসখালি থানার অন্তর্গত উলাসির বাসিন্দা ছিলেন । পরিবার জানিয়েছে, সেলিম গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন ।
শনিবার সকালে স্থানীয়রা সেলিমের ক্ষতবিক্ষত দেহ এলাকায় চাষের জমির পাশে পড়ে থাকতে দেখেন । খবর দেওয়া হয় হাঁসখালি থানায় । পুলিশ এসে দেহ উদ্ধার করে । দেহটি শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।