শান্তিপুর, 9 জুলাই : 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ সহ একাধিক দাবি নিয়ে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল শ্রমিকরা । কাজের দাবি জানাতে সঙ্গে ঝুড়ি-কোদালও আনে । বেশিরভাগ মহিলারাই সামিল ছিল । অনেকে ঝুড়ি মাথায় নিয়ে বিক্ষোভ দেখায় । নদিয়ার শান্তিপুর BDO অফিসের ঘটনা ।
জানা গেছে, শান্তিপুর ব্লকের নভলা গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ চলার কথা ছিল । টানা 12 দিন কাজ চলবে । চুক্তি অনুযায়ী তিন দিন কাজ চলে । চতুর্থ দিনে অর্ধেক বেলা কাজ করিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য হঠাৎ কাজ বন্ধ করিয়ে দেন । কী কারণে কাজ বন্ধ করে দিলেন, তা শ্রমিকদের জানানো হয়নি ।