তেহট্ট, 2 অক্টোবর : এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ অভিযোগ, ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ নদিয়ার তেহট্ট থানা এলাকার ঘটনা ৷ আদিবাসী ওই মহিলার মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় হইচই পড়ে গিয়েছে ৷
স্থানীয় সূত্রে খবর, আজ সকালে গ্রামেরই এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা ৷ গ্রামেরই এক চাষি জমিতে কাজে যাওয়ার সময় ঝুলন্ত দেহ দেখতে পান ৷ মহিলাটিকে চিনতে পেরে গ্রামে খবর দেন তিনি ৷ এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । জানা গিয়েছে, ওই আদিবাসী মহিলার স্বামী কাজের সূত্রে দুবাইয়ে থাকেন ৷ দুই ছেলেকে নিয়ে গ্রামেই থাকতেন ওই মহিলা ।
গতকাল সন্ধ্যার দিকে ওই মহিলা গ্রামেরই একজনের বাড়ি গিয়েছিলেন ৷ অভিযোগ, সেইসময় কেউ একজন ফোন করে তাঁকে মাঠের দিকে ডাকে । যাওয়ার সময় তিন চারজন দুষ্কৃতী ওই মহিলাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় । আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয় ও পরিবারের অভিযোগ, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ।