পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Woman Raped : তেহট্টে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ - nadia rape

নদিয়ার তেহট্টে মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷

Nadia
Nadia

By

Published : Oct 2, 2021, 12:31 PM IST

তেহট্ট, 2 অক্টোবর : এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ অভিযোগ, ধর্ষণের পর গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় দুষ্কৃতীরা ৷ নদিয়ার তেহট্ট থানা এলাকার ঘটনা ৷ আদিবাসী ওই মহিলার মৃতদেহ উদ্ধার হতেই এলাকায় হইচই পড়ে গিয়েছে ৷

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে গ্রামেরই এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা ৷ গ্রামেরই এক চাষি জমিতে কাজে যাওয়ার সময় ঝুলন্ত দেহ দেখতে পান ৷ মহিলাটিকে চিনতে পেরে গ্রামে খবর দেন তিনি ৷ এরপর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । জানা গিয়েছে, ওই আদিবাসী মহিলার স্বামী কাজের সূত্রে দুবাইয়ে থাকেন ৷ দুই ছেলেকে নিয়ে গ্রামেই থাকতেন ওই মহিলা ।

গতকাল সন্ধ্যার দিকে ওই মহিলা গ্রামেরই একজনের বাড়ি গিয়েছিলেন ৷ অভিযোগ, সেইসময় কেউ একজন ফোন করে তাঁকে মাঠের দিকে ডাকে । যাওয়ার সময় তিন চারজন দুষ্কৃতী ওই মহিলাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় । আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয় । স্থানীয় ও পরিবারের অভিযোগ, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ।

আরও পড়ুন :Ghatal Flood : বন্যার জলে ভেসে গেল ছেলে, নিথর দেহ নিয়ে হাসপাতালে বাবা

মৃতার ছেলে বলেন, "আমার মা পাশের বাড়ি বসে গল্প করছিল । সেইসময় তাঁকে কেউ একজন ফোন করে ডাকে । এরপর গ্রামেরই একজন দেখেছে মাকে তিন চারজন ধরে নিয়ে যাচ্ছে । জানতে পেরে গ্রামের লোকজনদের নিয়ে খোঁজাখুঁজি করেও পাইনি । আজ সকালে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে গ্রামের একজন আমাদের খবর দেয় । গ্রামেরই এক ব্যক্তির উপর সন্দেহ রয়েছে । আমরা পুলিশের কাছে অভিযোগ জানাব ৷"

মৃতার বোন বলেছেন, "আমি পাশের গ্রামে থাকি । ওকে ধর্ষণ করে খুন করা হয়েছে ৷ আত্মহত্যা করার কোনও কারণ নেই । আমরা দোষীদের শাস্তি চাই ।" পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি । তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন : Bengal Anchor Raped: পটনার হোটেলে বাংলার সঞ্চালিকাকে গণধর্ষণ , গর্ভনিরোধক খাইয়ে খুনের হুমকি

ABOUT THE AUTHOR

...view details