পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছেলে এবং নিজের গায়ে আগুন দিয়ে আত্মঘাতী মহিলা - Suicide

শান্তিপুরে ঘুমন্ত অবস্থায় ছেলের ঘরে আগুন দিয়ে নিজের গায়েও আগুন দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা । বর্তমানে রানাঘাটের আনুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ছেলেটি।

Suicide
Suicide

By

Published : Jul 30, 2020, 9:53 PM IST

শান্তিপুর, 30 জুলাই : ছেলের ঘরে আগুন লাগিয়ে নিজের গায়েও আগুন দিয়ে আত্মঘাতী মা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার চটকাতলা গ্রামে। মৃতার নাম জয়ন্তি বসাক (48)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী ও এক সন্তান নিয়ে শান্তিপুরের চটকাতলা গ্রামে বসবাস করতেন জয়ন্ত বসাক। তাদের কাপড়ের ব্যবসা ছিল। আজ সকালে স্বামী কাজে বেরিয়ে গেলে তাঁর ছেলে যখন ঘুমাচ্ছিল, সেই সময়ে তিনি ঘরে ঢুকে আশেপাশে আগুন লাগিয়ে দেন এবং বাইরে থেকে দরজা আটকে দেন। এরপরই তিনি পাশের একটি ঘরে ব্যবসার জন্য রাখা সমস্ত কাপড়ে আগুন লাগিয়ে দেন। বাইরের লোহার গেটে তালা দিয়ে তিনি নিজের গায়েও আগুন লাগিয়ে দেন।

আগুনের উত্তাপে ছেলের ঘুম ভেঙে যায় এবং সারা ঘরে আগুন দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করে সে। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে আসেন এবং তালা ভেঙে মা ও ছেলেকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য তাদের রানাঘাট আনুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ চিকিৎসা চলার পরে ওই মহিলার মৃত্যু হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তাঁর ছেলে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। কী কারণে তিনি নিজের ও ছেলের গায়ে আগুন দিয়েছিলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পরিবার ও প্রতিবেশীদের দাবি, বেশ কয়েক মাস ধরেই মানসিক রোগে ভুগছিলেন জয়ন্তী দেবী। তিনি এর আগেও বেশ কিছু অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details