শান্তিপুর, 30 জুলাই : ছেলের ঘরে আগুন লাগিয়ে নিজের গায়েও আগুন দিয়ে আত্মঘাতী মা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার চটকাতলা গ্রামে। মৃতার নাম জয়ন্তি বসাক (48)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামী ও এক সন্তান নিয়ে শান্তিপুরের চটকাতলা গ্রামে বসবাস করতেন জয়ন্ত বসাক। তাদের কাপড়ের ব্যবসা ছিল। আজ সকালে স্বামী কাজে বেরিয়ে গেলে তাঁর ছেলে যখন ঘুমাচ্ছিল, সেই সময়ে তিনি ঘরে ঢুকে আশেপাশে আগুন লাগিয়ে দেন এবং বাইরে থেকে দরজা আটকে দেন। এরপরই তিনি পাশের একটি ঘরে ব্যবসার জন্য রাখা সমস্ত কাপড়ে আগুন লাগিয়ে দেন। বাইরের লোহার গেটে তালা দিয়ে তিনি নিজের গায়েও আগুন লাগিয়ে দেন।