পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নদিয়ায় আত্মঘাতী যুবতি, গ্রেপ্তার স্বামী সহ 3

নদিয়ায় গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী যুবতি ৷ শ্বশুরবাড়ির বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ ৷

Woman suicide in nadia , accused husband and family
নদিয়ায় আত্মঘাতী যুবতি , অভিযুক্ত স্বামী ও শ্বশুর - শ্বাশুড়ি

By

Published : Jul 10, 2020, 7:25 PM IST

শান্তিপুর, 10 জুলাই : দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ ৷ আর তা সহ্য করতে না পেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক যুবতি । নাম প্রতিমা হালদার ( 27 ) । মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ । নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা ।

বেলঘরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চটকা তলার বাসিন্দা তারক বসাকের সঙ্গে শান্তিপুর মালোপাড়ার বাসিন্দা প্রতিমা হালদারের 6 বছর আগে দেখাশোনা করে বিয়ে হয় । স্থানীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর-শাশুড়ি তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত । অশান্তির জেরে মাঝেমধ্যেই প্রতিমা বাবার বাড়ি চলে আসতেন । কয়েকদিন পর তারক এসে তাঁকে নিয়ে যেত । প্রতিমাকে তাঁর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপও দেওয়া হত বলে অভিযোগ ৷ এরপর প্রতিমা একাধিকবার বাপের বাড়ি থেকে টাকা নিয়েও এসেছিল ৷ অভিযোগ, দু'দিন আগে বাড়িতে শাশুড়ির সঙ্গে অশান্তি হয় প্রতিমার । তখনই অত্যাচার সহ্য করতে না পেরে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি ।

প্রতিমার বাবার অভিযোগ, তখন বাড়িতে উপস্থিত ছিলেন স্বামী, শ্বশুর-শাশুড়ি প্রত্যেকেই । কিন্তু কেউই তা আটকানোর চেষ্টা করেনি । এরপর চিৎকার শুরু হলে স্থানীয় বাসিন্দারা এসে তাঁকে উদ্ধার করেন ৷ প্রথমে তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এরপর আজ ভোররাতে প্রতিমার মৃত্যু হয় ৷

ঘটনার পর এলাকার বাসিন্দারা প্রতিমার শাশুড়িকে মারধর করেন । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে ৷ অভিযুক্ত শাশুড়ি মহুয়া বসাককে আটক করে থানায় নিয়ে আসে । এরপরই তাঁর বাপের বাড়ির তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে স্বামী তারক বসাক, শ্বশুর নারায়ণ বসাক ও শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details