তাহেরপুর, 31 ডিসেম্বর : আগুনে পুড়ে মৃত্যু হল এক মহিলার । মৃতার নাম বীণা দাস । বয়স 55 বছর । ঘটনাটি নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত চোখ কৃষ্ণপুর এলাকার ।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই মহিলা মানসিক অসুখে ভুগছিলেন । চিকিৎসাও চলছিল তাঁর । গতকাল বাড়িতে কেউ ছিল না । সেই সময় স্থানীয় বাসিন্দারা হঠাৎ বীণা দাসের চিৎকার শুনতে পায় । সবাই ছুটে গিয়ে দেখে বীণা দাস জ্বলন্ত অবস্থায় ছটপট করছেন । এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।