শান্তিপুর, 5 ফেব্রুয়ারি : শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নামে মৃত্যুর হুমকি দিয়ে আবারও দেওয়াল লেখার ছবি সামনে এল। তিনদিন আগেই তাঁর নামে কটূক্তিকর পোস্টার পড়েছিল । পোস্টারে লেখা ছিল, "অরিন্দম এবার শান্তিপুর ছেড়ে পালা" । সেই পোস্টারের পর বেশ চাঞ্চল্য ছড়িয়ে ছিল শান্তিপুরে । আজ আবারও মৃত্যুর হুমকি দিয়ে দেওয়াল লিখনের ছবি সামনে এল । সেখানে বলা হয়েছে, সাতদিনের মধ্যে বিধায়ক শান্তিপুর না ছাড়লে, তাঁর খুনের জন্য দায়ী থাকবে সে নিজেই ।
আজ সকাল হতেই শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগদেবীপুর এলাকায় ও শান্তিপুর ব্লকের বাগআঁচড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করমচাপুর এলাকায় শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যকে খুনের হুমকি দিয়ে দেওয়াল লেখার ছবি সামনে আসে । এই ধরনের হুমকি দিয়ে কে বা কারা লিখেছেন, তা নিয়ে এখনও স্পষ্ট নয় । তবে সাদার উপর নীল কালি দিয়ে লেখা হয়েছে হুমকি ।