পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যারা যাওয়ার তারা যাক, শূন্য থেকে শুরু করব : রাজীব - Rajib Banerjee

সংগঠনকে ফের নতুন করে সাজানোর জন্য আজ চাকদা, হরিণঘাটা এবং কল্যাণীর তিন বিধানসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন নদিয়ার নবনিযুক্ত তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় । সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি ।

রাজীব বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 8, 2019, 8:13 PM IST

Updated : Jun 8, 2019, 9:26 PM IST

চাকদা, 8 জুন : "ক্ষমতালোভী, সুবিধাবাদী কর্মীরা দল ছেড়ে যেতে পারে । প্রয়োজনে দল আবার শূন্য থেকে শুরু করবে ।" আজ নদিয়ার ঋত্বিক সদনে দলীয় কর্মীদের এই বার্তা দিলেন নদিয়ার নবনিযুক্ত তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় ।

সংগঠনকে ফের নতুন করে সাজানোর জন্য আজ চাকদা, হরিণঘাটা এবং কল্যাণীর তিন বিধানসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন রাজীববাবু । সেখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বৈঠক করেন তিনি । ফের 15 জুন দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন বলে জানান ।

ভিডিয়োয় শুনুন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

আজ বৈঠকের পর রাজীববাবু বলেন, "তৃণমূল স্তর থেকে সংগঠনকে মজবুত করার জন্য আমি দলীয় কর্মীদের বার্তা দিয়েছি । নেত্রীর নির্দেশ, বুথ স্তর থেকে সংগঠনকে চাঙ্গা করতে হবে । আমাদের একটাই পরিবার । যার নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সংগঠনকে আবার ঠিক মতো সাজাব । যাতে বিরোধীদের এখানে দূরবীন দিয়ে দেখতে হয় ।"

ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের অনেকে কর্মী BJP-তে যোগ দিয়েছেন । এপ্রসঙ্গে রাজীববাবু বলেন, "যারা দল থেকে এতদিন সুবিধা নিয়ে বেশি সুবিধা পাওয়ার আশায় অন্য দলে যাচ্ছে তারা যেতে পারে । প্রয়োজনে আমরা আবার শূন্য থেকে শুরু করব । মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 1 থেকে 100 তৈরি করার দায়িত্ব দিয়েছেন । আমরা সংগঠনকে সাজিয়ে ফের কর্মীদের তৈরি করে নেব ।"

নব নির্বাচিত সাংসদের উদ্দেশে তিনি বলেন, "দলকে বেশি সময় দিতে হবে । মানুষ, দলীয় কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে । মানুষকে পরিষেবা দিতে হবে ।"

Last Updated : Jun 8, 2019, 9:26 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details