পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

shantipur : ভাগীরথীর জল ঢুকে বিপাকে শান্তিপুরের বহু মানুষ - শান্তিপুর

লাগাতার বৃষ্টিতে এবার জলচ্ছ্বাস ভাগীরথী নদীতে ৷ আর তার জেরে জলমগ্ন হয়ে পড়ল শান্তিপুরের বেশ কয়েকটি এলাকা ৷ চাষের জমি-সহ বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকেছে বলে জানা গিয়েছে ৷

Water of Bhagirathi river enters locality People of Shantipur in deep trouble
ভাগীরথীর জল বেড়ে বিপাকে শান্তিপুরের বহু মানুষ

By

Published : Aug 8, 2021, 7:20 PM IST

শান্তিপুর, 8 অগস্ট : গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জলচ্ছ্বাস ভাগীরথী নদী (Bhagirathi river)-তে ৷ আর তার জেরেই শান্তিপুরে জলমগ্ন হয়ে পড়ল ভাগীরথী নদী সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় ৷ বহু চাষের জমি ইতিমধ্যে নদীবক্ষে মিশে গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ৷ শান্তিপুরের নৃসিংহপুর কালনাঘাটের পুরোনা বাসস্ট্য়ান্ডও নদীর জলে ভেসে যায় ৷ যার জেরে চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রী থেকে শুরু করে ওই এলাকার দোকানদাররা ৷

গত দু’দিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে নদিয়া সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৷ মৌসুমী বায়ু সক্রিয় থাকায় এবং তার সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার কারণে ঘনঘন বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে ৷ বাদ যায়নি নদিয়া জেলাও ৷ আর গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে এবার জলমগ্ন হয়ে পড়ল নদিয়ার শান্তিপুরের বিস্তীর্ণ এলাকা ৷ লাগাতার বৃষ্টিতে ভাগীরথী নদীর জলস্তর বেড়েছে ৷ আর তার জেরে ভাগীরথী সংলগ্ন বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে বলে খবর ৷ আশেপাশের বহু চাষের জমিতে নদীর জল ঢুকে পড়েছে ৷ এই পরিস্থিতিতে জনবসতি এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে ৷

আরও পড়ুন : Ghatal Flood : ফের বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে ঘাটালে

অন্যদিকে, নদিয়ার বাদকুল্লা, কল্যাণী, রানাঘাট, নবদ্বীপ, চাকদা সহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিতে জল জমে গিয়েছে ৷ রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছে এইসব জায়গায় ৷ আর এই জমা জলে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ ৷ পরিস্থিতি স্বাভাবিক করতে পৌর প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ghatal master plan : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের

ABOUT THE AUTHOR

...view details