চাপড়া, 22 জানুয়ারি : তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। চাপড়া থানায় পিটিশন জমা বিশ্ব হিন্দু পরিষদের। পিটিশনে কল্য়াণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। অন্যথা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, হিন্দু ধর্মের স্বার্থে আঘাত লাগলে মেনে নেওয়া হবে না । উনি রাজনৈতিক স্বার্থে ধর্ম নিয়ে খেলা করছেন। অবিলম্বে সাংসদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে ।
পিটিশন বিশ্ব হিন্দু পরিষদের আরও পড়ুন : সীতাকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে এফআইআর
চলতি মাসেই রাম-সীতাকে নিয়ে মন্তব্য়ে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়র বিরুদ্ধে । ব্যারাকপুরে তৃণমূলের এক সভায় হাথরস নিয়ে বলতে গিয়ে সাংসদ বলেন, "সীতা রামের কাছে গিয়ে বলছে, ভাগ্যিস রাবণ আমাকে হরণ করে নিয়ে গিয়েছিল। আর যদি সেই সময় মাথায় লাল, গেরুয়া, হলুদ ফেট্টি বাঁধা তোমার চ্যালাগুলো হরণ করত তাহলে উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষিতা মেয়েটার মতোই আমার অবস্থা হত।" কল্যাণের এই বক্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে ৷ এর প্রতিবাদ জানিয়ে এর আগে হাওড়ার গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল বিজেপি ।