পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সত্যজিৎ বিশ্বাস খুনে ধৃতের বাড়িতে ভাঙচুর - সত্যজিৎ বিশ্বাস

কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে ধৃত সুজিত মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালাল স্থানীয় বাসিন্দারা।

ধৃতের বাড়ি ভাঙচুর

By

Published : Feb 12, 2019, 1:06 PM IST

কৃষ্ণগঞ্জ, ১২ ফেব্রুয়ারি : কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনে ধৃত সুজিত মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালাল স্থানীয় বাসিন্দারা। আজ সকালে সুজিতের বাড়িতে হামলা চালানো হয়। তার বাড়ি থেকে বেশ কিছু কাগজ, একটি দা পায় স্থানীয়রা। পরে তা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শনিবার নিজের বাড়ির সামনে সরস্বতী পুজোর অনুষ্ঠানে গিয়ে খুন হন সত্যজিৎ বিশ্বাস। গুলি করে তাঁকে খুন করা হয়। ওই ঘটনায় সুজিত মণ্ডল ছাড়াও কার্তিক মণ্ডল নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্যতম অভিযুক্ত অভিজিৎপুণ্ডুরী এখনও পলাতক।

গতকাল কৃষ্ণগঞ্জে আসেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃত বিধায়কের পরিজনদের সঙ্গে দেখা করেন। দলের বিধায়ককে খুনের ঘটনায় RSS যোগের অভিযোগ তোলেন তিনি।

এরপর আজ সকালে সুজিতের বাড়িতে হামলা চালায় স্থানীয়রা। তার বাড়ি থেকে RSS ও BJP-র কিছু লিফলেট পায়। পাওয়া যায় একটি দা। খবর পেয়ে আসে হাঁসখালি থানার পুলিশ। স্থানীয়রা সেইসব জিনিসপত্র পুলিশের হাতে তুলে দেয়।

ABOUT THE AUTHOR

...view details