বনগাঁ, 8 জুলাই:ব্যালট পেপার তৃণমূলের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এমনই আশঙ্কা থেকে ভোট কর্মীদের কাছে ব্যালট পেপার দেখতে চাইলেন একাংশ গ্রামবাসী। ব্যালট পেপার না-দেখাতে চাইলে ভোট কর্মীদের সঙ্গে বিবাদ বাঁধে তাঁদের। অভিযোগ তখন, ব্যালট বক্স ও পেপার পুকুরের জলে ফেলে দেন ক্ষিপ্ত গ্রামবাসী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ঘাটবাওড় গ্রাম পঞ্চায়েতের 83 ও 84 নম্বর বুথে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে এড়োপোতা এফপি স্কুলে পৌঁছন ভোট কর্মীরা। কয়েকজন পুলিশ তাঁদের সেখানে নিয়ে আসেন। কোনও কেন্দ্রবাহিনী ছিল না। বিকেলের দিকে স্কুল ঘরে ভোটের কিছু কাজ করছিলেন তাঁরা। সেই সময় কিছু গ্রামবাসী আসেন এবং ভোটকর্মীদের কাছে ব্যালট পেপার দেখতে চান। তাঁদের অভিযোগ, ব্যালট পেপারের হিসাব দিতে পারছেন না ভোট কর্মীরা। এর পাশাপাশি তাঁদের আশংকা ব্যালট পেপার তৃণমূলের কাছে দিয়ে দেওয়া হয়েছে। সেই আশংকা থেকেই তাঁরা ব্যালট পেপার দেখতে চান। তখন ভোট কর্মীরা তাঁদের জানান, ভোট শুরুর আগে রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্যালট পেপার দেখানো হবে। কারণ, এভাবে তাঁরা কাউকে ব্যালট পেপার দেখাতে পারেন না। আর তা নিয়ে কেন্দ্র করে ওই গ্রামবাসীদের সঙ্গে ঝামেলা বাঁধে ভোট কর্মীদের।