নদিয়া, 17 ডিসেম্বর : বাংলাদেশের নাগরিকদের নকল ভারতীয় পাসপোর্ট তৈরি করা এবং নকল ভিসা তৈরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের এটিএস (UP ATS Arrest Fake Passport Maker) ৷ নদিয়ার মায়াপুরের ঘটনায় অভিযুক্তকে 5 দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে উত্তরপ্রদেশ এটিএস ৷ ধৃতের নাম রতন মণ্ডল ৷ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার সিঙ্গারকোন এলাকায় ৷
মোবাইল নম্বরের লোকেশন ট্র্যাক করে বৃহস্পতিবার সন্ধ্যায় মায়াপুরের একটি অ্যাপার্টমেন্ট থেকে তাঁকে গ্রেফতার করে এটিএসের সদস্যরা (Fake Passport and Visa Maker Arrest from Mayapur Nadia) ৷ সম্প্রতি বাংলাদেশের 3 জন নাগরিককে নকল পাসপোর্ট ও ভিসা তৈরি করে বিদেশে পাঠানোর করার সময় দিল্লি বিমানবন্দর থেকে অভিযুক্ত রতন মণ্ডলের ভাই মিঠুন মণ্ডলকে গ্রেফতার করে এটিএস ৷ স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে খবর, ধৃত রতন মণ্ডল ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে বাংলাদেশের নাগরিকদের বিদেশে পাঠানোর কাজ চালিয়ে যাচ্ছিল ৷