নদিয়া, 18 সেপ্টেম্বর : BJP সাংসদ জগন্নাথ সরকারের ছবির সঙ্গে BJP-র এক নেত্রীর ছবি যোগ করে কুরুচিকর মন্ত্যব্য ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । পুলিশের কাছে কোনও সুরাহা না পেয়ে অবশেষে কোর্টের দ্বারস্থ হলেন BJP-র ওই নেত্রী। ঘটনাটি নদিয়া রানাঘাট থানা এলাকার ।
সাংসদের সঙ্গে ছবি দিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, আদালতে BJP নেত্রী - Jagannath sarkar
BJP সাংসদ জগন্নাথ সরকারের ছবির সঙ্গে গেরুয়া শিবিরেরই এক মহিলা নেত্রীর ছবি যোগ করা হয়েছে। আর সেই ছবির নিচে লেখা কুরুচিকর মন্তব্য । ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। পুলিশের কাছে কোনও সুরাহা না পেয়ে কোর্টের দ্বারস্থ হলেন BJP-র ওই নেত্রী ।
![সাংসদের সঙ্গে ছবি দিয়ে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য, আদালতে BJP নেত্রী কোর্ট](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8844409-thumbnail-3x2-court.jpg)
31 অগাস্ট ওই BJP নেত্রীর সঙ্গে জগন্নাথ সরকারের একটি ছবি সোশাল মিডিয়ায় একটি পেজে আপলোড করা হয় । ছবির নিচে নেত্রীর নামে কুরুচিকর মন্তব্য লেখা ছিল । সেই ছবি ভাইরাল হয় । 1 সেপ্টেম্বর ছবিটি চোখে পড়ে ওই BJP নেত্রীর । এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে 2 সেপ্টেম্বর রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁর দাবি, রানাঘাট থানা থেকে ফোন করে ঘটনায় সম্পূর্ণ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে কোনও যোগাযোগ করা হয়নি । এরপর তিনি রানাঘাট SP অফিসে একটি কপি ফরওয়ার্ড করেন । রংপুরে কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেন । সেখান থেকেও কোনও ব্যবস্থা গ্রহণ না করা হলে অবশেষে আজ রানাঘাট মহকুমা আদালতে মামলা দায়ের করেন ।
BJP নেত্রীর আইনজীবী বলেন, "সম্পূর্ণ বিষয়টি লিখিত আবেদন হিসেবে বিচারকের কাছে তুলে ধরা হয়েছে । বিচারক পুরো বিষয়টি দেখে দোষীদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন পুলিশকে । দোষীদের গ্রেপ্তারের নির্দেশও দিয়েছেন বিচারক ।"