পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাসে আগুন, সৌদিতে মৃত নদিয়ার দুই যুবক - death

সৌদি আরবে কাজে গিয়ে মৃত নদিয়ার শান্তিপুরের দুই যুবক ৷ সেখানে উমরা হজ করতে মদিনা থেকে মক্কা যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের ৷

মঙ্গল আহমেদ ও হাকিম আলি

By

Published : Oct 25, 2019, 1:51 PM IST

Updated : Oct 25, 2019, 2:38 PM IST

শান্তিপুর, 25 অক্টোবর : সৌদি আরবে কাজে গিয়েছিলেন নদিয়ার শান্তিপুরের দুই যুবক ৷ সেখানে উমরা হজ করতে মদিনা থেকে মক্কা যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের ৷

মৃত দু'জনের নাম মঙ্গল আহমেদ কারিগর (26) ও হাকিম আলি কারিগর (29) ৷ দু'জনই শান্তিপুর পৌরসভার মালঞ্চ এলাকার বাসিন্দা ৷ 2 বছর আগে সৌদি আরবে শপিং মলে কাজের জন্য যান হাকিম আলি ৷ আট মাস আগে মঙ্গল আহমেদও তাঁর সঙ্গে কাজে যোগ দিতে যান ৷ পরিবারের তরফে জানানো হয়, 16 অক্টোবর তাঁদের সঙ্গে শেষ কথা হয় ৷ তাঁরা ফোনে জানান, হজ করতে যাওয়ার জন্য মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য বাসে উঠেছেন তাঁরা ৷

দীপাবলিতে বাড়ি ফেরার কথা ছিল তাঁদের ৷ কিন্তু তাঁদের কোনও খোঁজ না পাওয়ায় আরবে তাঁদের বন্ধুর ফোনে খোঁজ করেন বাড়ির লোকজন ৷ তখনই জানতে পারেন, বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের ৷

দেখুন ভিডিয়ো

মদিনা থেকে মক্কা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটিতে আগুন লেগে যায় । আর সেই আগুনেই ভস্মীভূত হয়ে মৃত্যু হয় দু'জনের । দেহ ফেরাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন দুই পরিবার ৷

Last Updated : Oct 25, 2019, 2:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details