শান্তিপুর, 25 অক্টোবর : সৌদি আরবে কাজে গিয়েছিলেন নদিয়ার শান্তিপুরের দুই যুবক ৷ সেখানে উমরা হজ করতে মদিনা থেকে মক্কা যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের ৷
মৃত দু'জনের নাম মঙ্গল আহমেদ কারিগর (26) ও হাকিম আলি কারিগর (29) ৷ দু'জনই শান্তিপুর পৌরসভার মালঞ্চ এলাকার বাসিন্দা ৷ 2 বছর আগে সৌদি আরবে শপিং মলে কাজের জন্য যান হাকিম আলি ৷ আট মাস আগে মঙ্গল আহমেদও তাঁর সঙ্গে কাজে যোগ দিতে যান ৷ পরিবারের তরফে জানানো হয়, 16 অক্টোবর তাঁদের সঙ্গে শেষ কথা হয় ৷ তাঁরা ফোনে জানান, হজ করতে যাওয়ার জন্য মদিনা থেকে মক্কা যাওয়ার জন্য বাসে উঠেছেন তাঁরা ৷