নদিয়া, 1 জুলাই: শাশুড়ির আশীর্বাদ নিয়ে দুই জা বেরোচ্ছেন ভোট প্রচারে। একজন তৃণমূলের প্রার্থী অন্যজন বিজেপির প্রার্থী। সাংসারিক আঙিনা পেরিয়ে রাজনীতির ময়দানে জমে উঠেছে ভোটের লড়াই। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাগ গ্রাম পঞ্চায়েতের তারকনগর সুকান্তপল্লী গ্রামের 109 নম্বর বুথ। দুই জা একই সুরে বলছেন সম্পর্ক সম্পর্কের জায়গায় ভোটের লড়াই ময়দানে। পরিবারের সম্পর্ক পরিবারে থাকবে ভোটের ময়দানে থাকবে শুধু রাজনৈতিক সম্পর্ক ।
বড় জা বাসন্তী বাড়ুই বিজেপি প্রার্থী। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে 200 বেশি ভোটে জিতেছিলেন। এবছর একই পরিবারের ছোট জা প্রিয়াঙ্কা মণ্ডল তৃণমূলের প্রার্থী। দুই জা বাড়িতে একসঙ্গে রান্নাবান্নার কাজ সেরে শাশুড়িমা'কে প্রণাম করে ভোটের প্রচারে বেরোচ্ছেন। শাশুড়িমা দুই বউমাকেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। এক বউমাকে নির্দেশ দিচ্ছেন দক্ষিণ দিকে প্রচারে যেতে অন্যদিকে ছোট বউমাকে নির্দেশ দিচ্ছেন উত্তরদিকে যেতে। গ্রামের মানুষরা দুই জায়ের ভোটের লড়াই দেখে আনন্দে মেতেছেন।