পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: জমে উঠেছে ভোটের লড়াই! দুই জা প্রার্থী হয়েছেন বিজেপি-তৃণমূলের - দুই জা প্রার্থী হয়েছেন বিজেপি ও তৃণমূলের

শাশুড়ির আশীর্বাদ নিয়ে দুই জা বেরোচ্ছেন ভোট প্রচারে। একজন তৃণমূলের প্রার্থী অন্যজন বিজেপির প্রার্থী। সাংসারিক আঙিনা পেরিয়ে রাজনীতির ময়দানে জমে উঠেছে ভোটের লড়াই।

Panchayat Elections 2023
বাড়ির দুই জা প্রার্থী হয়েছেন বিজেপি ও তৃণমূলের

By

Published : Jul 1, 2023, 9:24 PM IST

বাড়ির দুই জা প্রার্থী হয়েছেন বিজেপি ও তৃণমূলের

নদিয়া, 1 জুলাই: শাশুড়ির আশীর্বাদ নিয়ে দুই জা বেরোচ্ছেন ভোট প্রচারে। একজন তৃণমূলের প্রার্থী অন্যজন বিজেপির প্রার্থী। সাংসারিক আঙিনা পেরিয়ে রাজনীতির ময়দানে জমে উঠেছে ভোটের লড়াই। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাগ গ্রাম পঞ্চায়েতের তারকনগর সুকান্তপল্লী গ্রামের 109 নম্বর বুথ। দুই জা একই সুরে বলছেন সম্পর্ক সম্পর্কের জায়গায় ভোটের লড়াই ময়দানে। পরিবারের সম্পর্ক পরিবারে থাকবে ভোটের ময়দানে থাকবে শুধু রাজনৈতিক সম্পর্ক ।

বড় জা বাসন্তী বাড়ুই বিজেপি প্রার্থী। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে 200 বেশি ভোটে জিতেছিলেন। এবছর একই পরিবারের ছোট জা প্রিয়াঙ্কা মণ্ডল তৃণমূলের প্রার্থী। দুই জা বাড়িতে একসঙ্গে রান্নাবান্নার কাজ সেরে শাশুড়িমা'কে প্রণাম করে ভোটের প্রচারে বেরোচ্ছেন। শাশুড়িমা দুই বউমাকেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। এক বউমাকে নির্দেশ দিচ্ছেন দক্ষিণ দিকে প্রচারে যেতে অন্যদিকে ছোট বউমাকে নির্দেশ দিচ্ছেন উত্তরদিকে যেতে। গ্রামের মানুষরা দুই জায়ের ভোটের লড়াই দেখে আনন্দে মেতেছেন।

গ্রামবাসীরা মজার সুরে বলছেন, একই পরিবারের দুই জায়ের মধ্যে একজন জিতবে। আর যেই জিতুক আমরা আনন্দ করব। দুই জায়ের ভোটে জেতার ব্যাপারে প্রশ্ন করা হলে বড় জা বিজেপি প্রার্থী বাসন্তী বাড়ুই বলেন, "আমার জেতা আসন এবং যেভাবে আমি গ্রামের মানুষের কাজ করেছি গ্রামের মানুষরা আমাকে এবছর দ্বিগুণ ভোটে জয়লাভ করাবেন গুরুজনরা আমাকে সেই আশীর্বাদ করছেন।" সেই জন্য তিনিও আশাবাদী এবছর দ্বিগুণ ভোটে জিতবেন।

অন্যদিকে, ছোট জা প্রিয়াঙ্কা মণ্ডল তিনিও জিতার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, "আমিও গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে প্রচার করছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরছি।" তাঁর বিশ্বাস উন্নয়নে খতিয়ান দেখে তাঁকেই ভোট দিয়ে জয়লাভ করাবেন। এখন দেখার বিষয় ভোটের লড়াই কে জেতেন। শাশুড়িমা সুষমা বারুই বলেন, "দুই বউমার প্রতি আমার আশীর্বাদ রয়েছে।"

আরও পড়ুন:হরিহরপাড়ায় তৃণমূল প্রার্থী বাবার বিরুদ্ধে লড়ছেন 'নির্দল' ছেলে

ABOUT THE AUTHOR

...view details