নদিয়া, 6 এপ্রিল: এক দুষ্কৃতীর এলোপাথাড়ি ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত হলেন এক জিআরপি কনস্টেবল ও এক সিভিক ভলান্টিয়ার (Kalyani Miscreant Attack) ৷ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি প্রশাসনের ওই দুই কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী স্টেশনে ৷
জানা গিয়েছে, জিআরপি কনস্টেবলের নাম শোভন ঘোষ এবং সিভিক ভলান্টিয়ারের নাম বিপ্লব দত্ত। মঙ্গলবার রাতে কল্যাণী স্টেশনে কর্মরত ছিলেন ওই দুই কর্মী। ঠিক তখনই আপ লালগোলা প্যাসেঞ্জার কল্যাণী স্টেশনে এসে থামে। সেসময় এক যুবক যেদিক দিয়ে প্যাসেঞ্জারদের নামার কথা সেদিক দিয়ে না নেমে উল্টো দিক দিয়ে তড়িঘড়ি হাঁটতে থাকে। ওই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয় তাঁদের। সঙ্গে সঙ্গে তার পথ আটকায় এবং কোথায় যেতে চায় সে বিষয়ে জানতে চান ৷