পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টেট পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ, গ্রেফতার পরীক্ষার্থী ও তার বন্ধু - friends arrested from tet examination center

TET Examination 2023: টেট পরীক্ষায় মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় গ্রেফতার দুই। একজন পরীক্ষার্থী অপরজন তার বন্ধু । বন্ধুকে সহযোগিতা করতে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছিল ওই যুবক। নদিয়ার ঘটনা ৷

TET Examination 2023
অভিযুক্ত সন্দীপ কুটি এবং দেবাশিস মৃধা

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 3:14 PM IST

কৃষ্ণনগর, 26 ডিসেম্বর:টেট পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ ৷ ঘটনায় গ্রেফতার এক পরীক্ষার্থী ও তার বন্ধু ৷ রবিরার নদিয়ার টেট পরীক্ষা কেন্দ্র কৃষ্ণনগর কালিনগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ৷ ধৃতরা হলেন সন্দীপ কুটি এবং দেবাশিস মৃধা। সোমবার অভিযুক্তদের আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, স্থানীয় ধানতলা থানার বহিরগাছি এলাকার বাসিন্দা সন্দীপ কুটি ও তাঁর বন্ধু দেবাশিস মৃধা। রবিবার কৃষ্ণনগর কালিনগর উচ্চ বিদ্যালয়ের টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল ৷ অভিযোগ, সেখানেই সিট পড়েছিল দেবাশিস মৃধা নামে ওই পরীক্ষার্থীর ৷ তাকে সাহায্য করতেই মোবাইল নিয়ে পরীক্ষার হলে আসে সন্দীপ কুটি ৷ ঘটনাটি পরীক্ষার হলে থাকা এক শিক্ষকের চোখে পড়তেই তিনি বাধা দেন ৷ দু’জনকেই পুলিশের হাতে তুলে দেন ৷ কোতয়ালি থানার পুলিশ দুই অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞসাবাদের পর গ্রেফতার করে ৷

এ প্রসঙ্গেই অভিযুক্ত দেবাশিস মৃধা বলেন, "আমার কাছে কোনও মোবাইল পাওয়া যায়নি । পাশের জনের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে ।" আরেক অভিযুক্ত সন্দীপ কুটির দাবি, তিনি নিজেও পরীক্ষার্থী ৷ কিন্তু বন্ধুকে সাহায্য করার জন্য মোবাইল নিয়ে এসেছিলেন ৷ অঙ্কের উত্তর বলে দিচ্ছিলেন বলেও দাবি করেন। সেই কারণেই পুলিশ তাদের ধরেছে।

অন্যদিকে এই ঘটনার নিন্দা জানিয়ে ওই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি শিবনাথ চৌধুরী বলেন, "এই ঘটনা একদম কাম্য নয়। পরীক্ষা হলে এইভাবে মোবাইল বা কোনও রকম প্রযুক্তির সাহায্য নেওয়া আইনত অপরাধ। আমি যতটুকু জানতে পেরেছি প্রশাসন দুই পরীক্ষর্থীকে ধরেছে ৷ তাদের আদালতে তোলা হয়েছে । তবে তাদের আদালতে তোলার পর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। আশা করছি যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধ ৷" রবিরার রাজ্য টেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল ৷ পরীক্ষার মাঝেই সোশাল মিডিয়ায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন:

  1. টেট পরীক্ষা ঘিরে উত্তেজনা ! সময়ের আগে গেট বন্ধ করে দেওয়া নিয়ে বিতর্ক বাগবাজারের স্কুলে ! নাজেহাল পরীক্ষার্থীরা
  2. 'বজ্র আঁটুনি ফসকা গেরো', পরীক্ষার মাঝেই সোশাল মিডিয়ায় ঘুরল টেটের প্রশ্ন !
  3. টেট উত্তীর্ণদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার হাওড়ায়, পুলিশি হেনস্থার অভিযোগ পরীক্ষার্থীদের

ABOUT THE AUTHOR

...view details