পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রানাঘাটে লরির সঙ্গে বাইকের ধাক্কা, মৃত 2 - রানাঘাটে পথ দুর্ঘটনা

বাইকে চেপে রানাঘাটের দিকে যাচ্ছিলেন তিন জন ৷ হবিবপুরের কাছে জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের । তিনজনই বাইক থেকে ছিটকে পড়ে যান ৷ স্থানীয়রা তিনজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান ।

ranaghat
রানাঘাটে লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ

By

Published : Dec 28, 2019, 12:29 PM IST

রানাঘাট, 28 ডিসেম্বর : রানাঘাটের হবিবপুরে 34 নম্বর জাতীয় সড়কে শুক্রবার গভীর রাতে এক দুর্ঘটনা ঘটে । 12 চাকার এক লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের ৷ দুর্ঘটনায় প্রাণ হারান 2 ব্যক্তি ৷ জখম হন একজন ৷

বাইকে চেপে রানাঘাটের দিকে যাচ্ছিলেন তিন জন ৷ হবিবপুরের কাছে জাতীয় সড়কে উলটো দিক থেকে আসা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের । তিনজনই বাইক থেকে ছিটকে পড়ে যান ৷ স্থানীয়রা তিনজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে হিরণময় বাগচি (42) এবং দীপঙ্কর দেবনাথকে (32) মৃত বলে ঘোষণা করা হয় ৷ সুশীল দাস (45) নামে এক বাইক আরোহী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যায় রানাঘাট থানার পুলিশ । কীভাবে দুর্ঘটনা ঘটল পুলিশ তা খতিয়ে দেখছে ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খারাপ রাস্তা এবং বাইকের দ্রুতগতির কারণেই দুর্ঘটনা ৷ দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পলাতক । তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details