শান্তিপুর, 8 অগস্ট: ডেঙ্গির চোখ রাঙানিতে ভয়াবহ পরিস্থিতি সরকারি হাসপাতালে । দিনের পর দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ আলাদা আলাদা বেডে আর রোগীদের রাখার জায়গা নেই । তাই একই বেডে ঠাঁই হয়েছে দু'জন করে রোগীর ৷ দৃশ্যটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের । একের পর এক রোগী ভরতি হওয়ায় নাজেহাল অবস্থা হাসপাতালে কর্মরত চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদেরও ।
জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে গোটা জেলা জুড়ে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৷ এর জেরে হাসপাতালগুলি ভরে যাচ্ছে ডেঙ্গি রোগীতে ৷ তাদের বেডে জায়গা দেওয়া যাচ্ছে না ৷ অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী পরিবারগুলিকেও ৷ শেষে বেডে জায়গা না থাকার কারণে মেঝেতেই শুয়ে চিকিৎসা চলছে অনেক ডেঙ্গি আক্রান্ত রোগীর । সেই একই ছবি ধরা পরল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালেও । একটি মহিলা ওয়ার্ডে রয়েছে চল্লিশটি বেড ৷ আর ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছে 80-এর বেশি ৷ তার মধ্যে অন্যান্য রোগীদেরও চলছে চিকিৎসা । ফলে সেখানে একই বেডে ভরতি দু'জন রোগী ৷