নদিয়া, 18 জুন: শাসক-বিরোধী দুই পক্ষের প্রার্থী হয়েছেন দুই ভাই । যা নিয়ে রীতিমতো এলাকাবাসীদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকার বাসিন্দা বিকাশ দাস ও সমীর কুমার দাস । সম্পর্কে এরা দু'জনে ভাই । বড় ভাই বিকাশ দাস বিজেপি প্রার্থী ও কাকাতো ভাই সমীর দাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷
বিকাশ ও সমীর উভয়ই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার শাসক-বিরোধী পক্ষের মনোনীত প্রার্থী হিসেবে কৃষ্ণগঞ্জ ব্লকের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের 102 নম্বর বুথে লড়াই করবেন । বিগত লোকসভা ও বিধানসভা নির্বাচনে ওই বুথে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিল । এরপর থেকেই এই বুথে নিজেদের জমি পুনরুদ্ধার করতে কার্যত আদাজল খেয়ে ভোটের ময়দানে নেমে পড়েছে শাসকদল ।
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দাসপাড়া এলাকার বাসিন্দা পেশায় কাঠের ব্যবসায়ী সমীর কুমার দাসকে প্রার্থী হিসেবে নির্বাচন করে তৃণমূল নেতৃত্ব । পাশাপাশি আসনটিকে ফের নিজেদের দখলে রাখতে দাস পরিবারের বড় ছেলে পেশায় টোটো চালক বিকাশ দাসকে প্রার্থী হিসাবে বাছাই করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । এখন প্রশ্ন একটাই, রাজনৈতিকভাবে একই পরিবারের দুই ভাই শাসক ও বিরোধী দলের প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তার কোনও প্রভাব পড়বে কি তাদের পারিবারিক জীবনে ?