শিবপুর , 9 অক্টোবর : সাঁতরে পাড়ে উঠতে গিয়ে নিখোঁজ হল দুই যুবক ৷ নদিয়ার নাকাশিপাড়া শিবপুরের ঘটনা৷ নিখোঁজ দুই যুবকের নাম বিশ্বজিৎ বিশ্বাস (26) এবং শুভময় মণ্ডল (25) ৷
নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ দুই যুবক - নদীয়ায় নিখোঁজ দুই যুবক
নৌকা বাইচ দেখতেই জলঙ্গী নদীর ধারে ভিড় করেন স্থানীয়রা ৷ বৃষ্টির কারণে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়নি ৷ বন্ধুদের সঙ্গে নৌকায় নদীতে ঘুরছিলেন দুই যুবক । সাঁতড়ে নদী পার হবে এই ভেবে নদীতে ঝাঁপ দেন তাঁরা ৷ এখনও তাঁরা নিখোঁজ ৷
দশমীতে বাইচ প্রতিযোগিতা দেখতে শিবপুরে গিয়েছিলেন বিশ্বজিৎ ও শুভময় । বিশ্বজিতের বাড়ি নাকাশিপাড়া থানার শিবপুর এলাকায় এবং শুভময়ের বাড়ি পলাশিপাড়া থানার বটতলা এলাকায় । বৃষ্টির কারণে বাইচ প্রতিযোগিতা হয়নি ৷ সেই সময় বন্ধুদের সঙ্গে নৌকায় নদীতে ঘুরছিলেন বিশ্বজিৎ ও শুভময় । একসময় তাঁরা ঠিক করেন সাঁতরে নদী পার হবেন । এরপর বিশ্বজিৎ, শুভময় ও বাকি বন্ধুরা নৌকা থেকে নদীতে ঝাঁপ দেন । বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও বিশ্বজিৎ ও শুভময়ের খোঁজ পাওয়া যায়নি ।
স্থানীয় বাসিন্দারা নদীতে নিখোঁজ দুই যুবকের খোঁজ শুরু করেন ৷ ঘটনাস্থানে যায় নাকাশিপাড়া থানার পুলিশ । এখনও দুই যুবকের খোঁজ পাওয়া যায়নি ৷