পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

kalyani Ex-Cop Shot Dead : জমি বিবাদে খুন গয়েশপুরের প্রাক্তন পুলিশকর্মী ? গ্রেফতার ভাইপো-সহ দুই - প্রাক্তন পুলিশ কর্মী খুনে গ্রেফতার ভাইপো সহ এক

প্রাক্তন পুলিশকর্মী জনার্দন কর্মকারের খুনের ঘটনায় গ্রেফতার ভাইপো-সহ দুইজন (kalyani Ex-Cop Shot Dead) ৷ নাম দেবাশীষ কর্মকার এবং অভিজিৎ ভট্টাচার্য ৷

kalyani Ex-Cop Shot Dead
প্রাক্তন পুলিশ কর্মী খুনে গ্রেফতার ভাইপো-সহ এক

By

Published : May 21, 2022, 5:33 PM IST

নদিয়া, 21 মে : গয়েশপুরের প্রাক্তন পুলিশ কর্মী খুনের ঘটনায় গ্রেফতার ভাইপো দেবাশিস কর্মকার-সহ আরও এক যুবক (kalyani Ex-Cop Shot Dead)। মূল অভিযুক্ত দেবাশিস কর্মকার নিজেও একজন পুলিশ কর্মী ৷ বর্তমানে তিনি বিধাননগর থানায় কর্মরত ।

উল্লেখ্য শুক্রবার রাতে নদিয়ার গয়েশপুরে এক প্রাক্তন পুলিশ কর্মীকে গুলি করে খুন করে কয়েকজন দুষ্কৃতী । জানা যায়, প্রাক্তন পুলিশকর্মী জনার্দন কর্মকার তিনি যখন ঘর থেকে বেরিয়ে কুকুরের খাবার দিচ্ছিলেন ঠিক তখনই মোটর বাইকে করে তিন দুষ্কৃতী কাছ থেকে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় । এরপরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রাক্তন পুলিশকর্মী । পরিবারের লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন । এরপর তড়িঘড়ি ওই প্রাক্তন পুলিশকর্মীকে রক্তাক্ত অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য । প্রাথমিক চিকিৎসা করার পর চিকিৎসকরা জনার্দন কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন ।

এরপরই ঘটনার তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ । তদন্তে নেমে এবং সিসিটিভি ফুটেজে দেখে শুক্রবার রাতেই দেবাশিস কর্মকার এবং অভিজিৎ ভট্টাচার্য নামে দু'জনকে গ্রেফতার করে পুলিশ । দেবাশিস কর্মকার মৃত জনার্দন কর্মকারের ভাইপো । অভিযুক্ত ভাইপো বর্তমানে বিধাননগর থানায় কর্মরত ।

প্রাক্তন পুলিশ কর্মী খুনে গ্রেফতার ভাইপো-সহ এক

আরও পড়ুন :ভর সন্ধ্যায় গুলি করে প্রাক্তন পুলিশ কর্মীকে খুন

পৈতৃক সম্পত্তি নিয়ে তাদের মধ্যে একটি ঝামেলা চলছিল বলেই সূত্রের খবর । আরও জানা যায়, মৃত জনার্দন কর্মকারের একটি পৈতৃক জমি তাঁর ভাইপো দেবাশিস না জানিয়েই অভিজিৎ ভট্টাচার্য নামে এক যুবকের কাছে বিক্রি করে দেয় । তা নিয়ে রীতিমতো তাদের মধ্যে আইনি লড়াই চলছিল । সেই কারণে পুলিশের প্রাথমিক অনুমান, সেই জমি বিবাদের জেরেই খুন । অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে । শনিবার তাদের কল্যাণী মহাকুমা আদালতে তোলা হয় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details