মুরুটিয়া (নদিয়া), 19 সেপ্টেম্বর: ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন! অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ওই এলাকারই দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদিয়ার মুরুটিয়া থানার অন্তর্গত ধাড়া গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম নওশাদ শেখ। বয়স আনুমানিক 36 বছর। জানা যায়, গতকাল রাতে মোটরবাইকে করে বাড়ির দিকে আসছিলেন মৃত নওশাদ শেখ। এরপরেই ধারা গ্রামের বিএসএফ ক্যাম্পের কাছে কেউ বা কারা ধারালো অস্ত্রের কোপ করে নওশাদকে ৷ মৃতপ্রায় নওশাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুরুটিয়া থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নওশাদের পরিবারের অন্যান্য সদস্যরা। এরপরেই তাঁরা এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মৃত যুবকের পরিবার মুরুটিয়া থানায় দশ জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছে।অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ ওই এলাকারই দুই অভিযুক্ত কালু শেখ এবং দিলীপ পাহাড়িয়াকে গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার আসল কারণ জানার চেষ্টা করছে পুলিশ।