কৃষ্ণনগর, 21 জানুয়ারি: নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা এক লরিচালক লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন (Driver Win Lottery At Krishnanagar) ৷ 2007 সাল থেকে লরি চালিয়ে দিনযাপন করেন তিনি ৷ লরি চালাতে চালাতে একটি লরিও কিনে ফেলেছিলেন ৷ কিন্তু সেই লরির কিস্তির টাকা শোধ না করতে পারায় বাধ্য হয়ে লরিটি বিক্রি করে দিতে হয় ৷ লরিচালকের নাম শঙ্কর সরকার ৷ বয়স 40 বছর ৷
শঙ্কর সরকার জানান, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে দিনযাপন করেন ৷ বছরখানেক হল তিনি লটারি টিকিট কাটা শুরু করেছেন ৷ কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি রাতারাতি হয়ে যাবেন এককোটি টাকার মালিক ৷ তবে এককোটি টাকা পেয়ে তিনি জানান, যেহেতু তিনি ছোটবেলা থেকে প্রচুর পরিশ্রম করেও সেভাবে নিজের মনের ইচ্ছাপূরণ করতে পারেননি ৷ তাই, এই টাকা দিয়ে একটি জমি কিনবেন এবং একটি মন্দির বানাবেন ৷