পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Driver Wins Lottery At Krishnanagar: লটারি পেয়ে কোটিপতি লরিচালক, নিরাপত্তা চেয়ে দ্বারস্থ থানার - truck driver wins lottery one crore rupees at Krishnanagar in Nadia

লটারির টিকিট কেটে এককোটি টাকা পেলেন নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা লরিচালক শঙ্কর সরকার (Driver Win Lottery At Krishnanagar) ৷ নিরাপত্তা চেয়ে থানার দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী ৷

Driver Win Lottery At Krishnanagar
লটারি কেটে কোটিপতি লরি চালক, নিরাপত্তার চেয়ে দ্বারস্থ থানার

By

Published : Jan 21, 2022, 11:48 AM IST

কৃষ্ণনগর, 21 জানুয়ারি: নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা এক লরিচালক লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি হলেন (Driver Win Lottery At Krishnanagar) ৷ 2007 সাল থেকে লরি চালিয়ে দিনযাপন করেন তিনি ৷ লরি চালাতে চালাতে একটি লরিও কিনে ফেলেছিলেন ৷ কিন্তু সেই লরির কিস্তির টাকা শোধ না করতে পারায় বাধ্য হয়ে লরিটি বিক্রি করে দিতে হয় ৷ লরিচালকের নাম শঙ্কর সরকার ৷ বয়স 40 বছর ৷

শঙ্কর সরকার জানান, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে দিনযাপন করেন ৷ বছরখানেক হল তিনি লটারি টিকিট কাটা শুরু করেছেন ৷ কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি রাতারাতি হয়ে যাবেন এককোটি টাকার মালিক ৷ তবে এককোটি টাকা পেয়ে তিনি জানান, যেহেতু তিনি ছোটবেলা থেকে প্রচুর পরিশ্রম করেও সেভাবে নিজের মনের ইচ্ছাপূরণ করতে পারেননি ৷ তাই, এই টাকা দিয়ে একটি জমি কিনবেন এবং একটি মন্দির বানাবেন ৷

আরও পড়ুন: প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন রানাঘাটের যুবক

লটারিতে এককোটি টাকা পেয়ে মনের মধ্যে বাসা বেঁধেছে ভয় ৷ কারণ, এতগুলি টাকা যদি কিছু হয়ে যায় ৷ তাই, কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এসে সমস্ত বিষয়টি জানান শঙ্কর সরকারের স্ত্রী মনিকা সরকার ৷ চান নিরাপত্তাও ৷ তিনি জানান, এর আগে মাঝে মধ্যেই স্বামী টিকিট কাটতেন ৷ লটারির টিকিট কাটতে গিয়ে সংসারে অর্থনৈতিক অসুবিধাও হত ৷ ঠিকঠাক খাবার পর্যন্ত জুটত না ৷ তার ফলে, বাড়িতে প্রায় দিনই লেগে থাকত অশান্তি ৷ স্বামীর এককোটি টাকা পাওয়ার খবর পেয়ে বেজায় খুশি তাঁর স্ত্রীও ৷

ABOUT THE AUTHOR

...view details