নবদ্বীপ, 9 জুন : বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দখল নিল রাজ্যের শাসক দল তৃণমূল । অনাস্থা ভোটে জিতে রাজ্যের বিরোধী দল বিজেপির কাছ থেকে নবদ্বীপ বিধানসভার মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল ঘাসফুল শিবির ৷ উল্লেখ্য ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মদনমোহন দফাদার ৷ তিনি সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন ।
নবদ্বীপে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল - মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েত
মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মদনমোহন দফাদার তৃণমূলের যোগদানের পরেই অনাস্থা ভোটের জন্য আবেদন করেছিলেন । ওই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 19 । অনাস্থা ভোটে তৃণমূল 10 জন পঞ্চায়েত সদস্যের সমর্থন পায় ৷ বিজেপির পক্ষে ভোট যায় 6 সদস্যের, সিপিআইএম পায় দু’টি ভোট এবং অন্যান্য এক ।
আরও পড়ুন : বিজেপির দখলে থাকা ভেটাগুড়ি-১ গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের
মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মদনমোহন দফাদার তৃণমূলের যোগদানের পরেই অনাস্থা ভোটের জন্য আবেদন করেছিলেন । ওই পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 19 । অনাস্থা ভোটে তৃণমূল 10 জন পঞ্চায়েত সদস্যের সমর্থন পায় ৷ বিজেপির পক্ষে ভোট যায় 6 সদস্যের, সিপিআইএম পায় দু’টি ভোট এবং অন্যান্য এক । যার ফলে বিজেপির ক্ষমতায় থাকা এই গ্রাম পঞ্চায়েত স্বাভাবিকভাবেই তৃণমূলের দখলে চলে যায় ৷ অনাস্থা ভোটে জিতে উপপ্রধান মদনমোহন দফাদার বলেন, বিজেপিতে থেকে কোনও উন্নয়ন করতে পারছিলেন না তিনি । তৃণমূলের উন্নয়নের ধারা দেখেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলবদলের সিদ্ধান্ত নেন তিনি ৷