পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girl Rape in Krishnaganj : নাবালিকা ধর্ষণের অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির শ্যালকের বিরুদ্ধে - জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

কৃষ্ণগঞ্জে নাবালিকা ধর্ষণের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতির শ্যালকের বিরুদ্ধে ৷ জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ৷ মুখ বন্ধ রাখতে ধারাল অস্ত্র দিয়ে ভয়ও দেখানো হয় নির্যাতিতাকে (Minor Girl Rape In Krishnaganj) ৷

Minor Girl Rape In Krishnaganj
নাবালিকা ধর্ষণের অভিযোগ পঞ্চায়েত সিমিতির সভাপতির শ্যালকের বিরুদ্ধে

By

Published : Apr 27, 2022, 4:33 PM IST

Updated : Apr 27, 2022, 9:33 PM IST

নদিয়া, 27 এপ্রিল: আবারও নাবালিকা ধর্ষণের অভিযোগে নাম জড়াল শাসকদলের নেতার আত্মীয়ের ৷ কৃষ্ণগঞ্জের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির শ্যালকের বিরুদ্ধে নবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে ৷ ধারাল অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে বছর এগারোর নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত কান্ত হালদার (Minor Girl Rape in Krishnaganj )৷

নির্যাতিতার পরিবার অভিযোগ, চলতি মাসের 24 তারিখ ঘটনাটি ঘটে ৷ মুখ বন্ধ রাখতে ওই 11 বছরের নাবালিকাকে প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত ৷ নাবালিকা প্রথমে বাড়িতে কিছু না-জানালেও সম্প্রতি পরিবারের তরফ থেকে তাকে ছাগল ছড়াতে বললে সে তা অস্বীকার করে ৷ কারণ জানতে চাইলে তখন সে সম্পূর্ণ ঘটনাটি বলে ৷ এরপরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

আরও পড়ুন:Differently Abled Girl Raped : খানাকুলে বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণ, গ্রেফতার 2 মাঝি

এদিকে এই ঘটনা প্রাকশ্যে আসতেই বিরোধী শিবিরে নিন্দার ঝড় উঠেছে ৷ এই প্রসঙ্গেই, বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার মহিলা মোর্চা সম্পাদিকা মনীষা বিশ্বাস বলেন, "অবিলম্বে এই ঘটনায় উপযুক্ত শাস্তি দাবি করছি আমরা । পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ।" পরিবারের তরফ থেকেও অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

Last Updated : Apr 27, 2022, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details