পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Santipur College : অধ্যক্ষের চেয়ারে তৃণমূল বিধায়ক, শান্তিপুর কলেজের ছবি ঘিরে নিন্দার ঝড় - santipur college

সব চেয়ারে সবাই বসতে পারে না ৷ যোগ্যতার ভিত্তিতে নির্দিষ্ট পদের জন্য নির্ধারিত চেয়ার শুধুমাত্র সেই পদাধিকারীই বসতে পারেন ৷ শান্তিপুর কলেজে (Santipur College) অধ্যক্ষের চেয়ারে বসা নিয়ে বিতর্ক এই কথাগুলিই মনে করাচ্ছে ৷ এই নিয়েই শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা ৷

nadia
অধ্যক্ষের চেয়ারে বিধায়কের বসার মুহূর্ত

By

Published : May 26, 2022, 4:31 PM IST

Updated : May 26, 2022, 5:07 PM IST

শান্তিপুর, 26 মে : কলেজে অধ্যক্ষের চেয়ারে বসে তৃণমূল বিধায়ক ৷ আর পাশের সোফায় বসে রয়েছেন অধ্যক্ষ । এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক ৷ কেউ বলছেন অন্য়ায়, তো কেউ বলছেন এতে বিতর্কের কী আছে, একজন জননেতাকে ওই চেয়ারে বসতে অনুরোধ করা হয়েছে বলে তিনি বসেছেন (Trinamool MLA seats in principals chair at Santipur College) ৷ ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর কলেজ ৷

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, শান্তিপুর কলেজে অধ্যক্ষর চেয়ারে বসে রয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী । আর তার পাশে থাকা একটি সোফায় বসে রয়েছেন সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য । ছবিটি বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় । ভাইরাল হওয়া এই ছবিকে ঘিরেই শুরু হয় রাজনৈতিক তরজা ৷

আরও পড়ুন :Govt Raps TV News Channels : সাম্প্রদায়িক উস্কানিমূলক বিতর্ক চলবে না, টিভি চ্যানেলগুলিকে নির্দেশ কেন্দ্রের

যার বিরুদ্ধে অভিযোগ খোদ সেই শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "একটি কলেজের বিষয়ে আলোচনার জন্য দিন কয়েক আগে শান্তিপুর কলেজে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম । তখন তিনি নিজেই হাত জোড় করে আমাকে অনুরোধ করেন তাঁর চেয়ারে বসার জন্য । আমি প্রথমে বসতে না-চাইলেও তিনি বারবার অনুরোধ করায় আমি মানবিকতার খাতিরে বসতে বাধ্য হই ৷"

অধ্যক্ষের চেয়ারে বিধায়কের বসা নিয়ে শাসক-বিরোধীর প্রতিক্রিয়া

একই কথা জানান অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্যও ৷ তাঁর কথায়, আমি নিজেই ওনাকে ওই চেয়ারে বসতে বলেছিলাম ৷ তাই তিনি বসেছিলেন ৷ এর পিছনে কোনও পরিকল্পনা বা রাজনৈতিক যোগ নেই ৷ আমি এমনিই ওনাকে বসতে বলেছিলাম ৷

যদিও শান্তিপুরে বিজেপি নেতা তথা অধ্যাপক সোমনাথ কর বলেন, "ছবিটি দেখার পর অত্যন্ত খারাপ লেগেছে আমার ৷ কলেজের অধ্যক্ষের চেয়ারে কখনও কেউ বসতে পারেন না ৷ এটা অধ্যক্ষের জানা উচিত ছিল ৷"

আরও পড়ুন :Teacher controversial Comments: র‍্যাগিং অল্পস্বল্প হওয়া উচিত, শিক্ষকের মন্তব্যে বিতর্ক

Last Updated : May 26, 2022, 5:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details