রানাঘাট, 11 মার্চ : পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের । ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন এক মহিলা-সহ তিনজন ব্যক্তি ৷ বর্তমানে তাঁরা নদীয়ার রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ নদীয়ার রানাঘাট মনোরোমা হাসপাতাল সংলগ্ন এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে দ্রুতগতিতে ছুটে আসা একটি 407 গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোকে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে । এবং ঘটনাস্থলেই মারা যান টোটোর চালক ।